Donald Trump: শপথ গ্রহণের পরই হু'র সঙ্গে সম্পর্ক ছিন্ন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ট্রাম্পের

People's Reporter: ট্রাম্পের অভিযোগ, হু আমেরিকার কাছ থেকে ‘অন্যায্য ভাবে মোটা অঙ্কের অর্থ দেওয়ার’ জন্য দাবি করে। সেই তুলনায় চিনের কাছ থেকে অনেক কম পরিমাণ অর্থ নেওয়া হয়।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি - সংগৃহীত
Published on

আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) –এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে সরকারি ভাবে প্রবেশের পর এই নির্দেশিকা জারি করেছেন ট্রাম্প।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ –এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হু-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পিছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। যার মধ্যে অন্যতম, করোনা অতিমারির সময় হু’য়ের বিরুদ্ধে পরিস্থিতি সঠিক ভাবে সামাল দিতে না পারার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। এছাড়াও, ট্রাম্পের অভিযোগ, হু আমেরিকার কাছ থেকে ‘অন্যায্য ভাবে মোটা অঙ্কের অর্থ দেওয়ার’ জন্য দাবি করে। সেই তুলনায় চিনের কাছ থেকে অনেক কম পরিমাণ অর্থ নেওয়া হয়।

সোমবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর নির্দেশিকায় সই করেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ঠকিয়েছে। সবাই আমেরিকাকে ঠকিয়েছে। এসব আর চলবে না”। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ‘রয়টার্স’-এর তরফ থেকে হু’য়ের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিষয়ক শাখা সংগঠন হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ বা সঙ্কটের পরিস্থিতি সামাল দেয় হু। বিভিন্ন দেশ থেকে অনুদান পেয়ে থাকে এই আন্তর্জাতিক সংস্থা। সংবাদ সংস্থা ‘বিবিসি’ –এর প্রতিবেদন অনুযায়ী জো বাইডেনের জমানায় আমেরিকা থেকে সবথেকে বেশি অনুদান পেয়েছে হু। ২০২৩ সালে হু’য়ের মোট বাজেটের এক পঞ্চমাংশই গিয়েছিল আমেরিকা থেকে। এই পরিস্থিতিতে আমেরিকা সরে গেলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারে হু।

অন্যদিকে, ট্রাম্পের এই মন্তব্য নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য পূরণে আর্থিক সাহায্য চালিয়ে যাবে। বেজিংয়ের বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্যের উপর নজর রাখে। তাই হু’য়ের মতো একটি আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানকে দুর্বল না করে মজবুত করা উচিত।

ডোনাল্ড ট্রাম্প
Trump: ট্রাম্প জমানায় আমেরিকায় শুধুমাত্র দুই লিঙ্গের সরকারি স্বীকৃতি - প্রতিবাদে রূপান্তরকামীরা
ডোনাল্ড ট্রাম্প
Elon Musk: ট্রাম্পের শপথ গ্রহণে মাস্কের 'নাৎসি স্যালুট'! আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in