
৪৭তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে 'নাৎসি' স্যালুট দিয়ে বিতর্কে জড়ালেন এলন মাস্ক। হিটলারের 'হিংসাত্মক' স্মৃতি উস্কে দিলেন বলে অভিযোগ করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলন মাস্ক। বক্তব্যও রাখেন তিনি। তখনই 'নাৎসি' স্যালুট দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে বিশেষ এক ধরণের 'অঙ্গভঙ্গি' করছেন মাস্ক। নেটিজেনরা মাস্কের এই 'অঙ্গভঙ্গি'কে নাৎসি স্যালুটের সাথে তুলনা করেছেন।
মাস্ক বলেন, 'এটি কোনও সাধারণ জয় ছিল না। মানব সভ্যতার পথে একটি কাঁটা ছিল, যা জয় করা হয়েছে। এই কাজ সফল করেছেন আপনারা (মার্কিন ভোটাররা)। ধন্যবাদ'। তারপরই তিনি 'বিতর্কিত' অঙ্গভঙ্গি করেন।
ঐতিহাসিক রুথ বেন-ঘিয়াট জানান, 'এই অঙ্গভঙ্গি আসলে নাৎসি স্যালুট। যা যুদ্ধের বার্তা বয়ে আনে।' মার্কিন যুক্তরাষ্ট্রের নাৎসিবাদ বিশেষজ্ঞ ইতিহাসবিদ ক্লেয়ার অবিন বলেন, 'আপনি যা নিজের চোখে দেখছেন সেটাই বিশ্বাস করা উচিত। এটা বোঝাই যাচ্ছে যে নাৎসি স্যালুট।'
ব্রিটেনের লেবার পার্টির প্রাক্তন নেতা তথা সাংসদ (নির্দল) জেরেমি করবিন মাস্কের এই অঙ্গভঙ্গিতে তীব্র আপত্তি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, 'শপথ অনুষ্ঠানে এলন মাস্ক নাৎসি স্যালুট দিয়েছেন। যা ইচ্ছাকৃত এবং উদ্বেগজনক বলেই আমার মনে হয়। এই নাৎসি জার্মানি লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল, যার মধ্যে হলোকাস্টে নিহত ৬০ লক্ষ ইহুদি, রোমানি জনগণ, প্রতিবন্ধী ব্যক্তি, ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৭ কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল, যার মধ্যে লক্ষ লক্ষ আমেরিকান সৈন্যও ছিল যারা নাৎসি উত্থানকে প্রতিহত করার জন্য লড়াই করেছিল।'
যদিও সমালোচনায় কান দিতে নারাজ এলন মাস্ক। এক্স মাধ্যমে তিনি লেখেন, সত্যি বলতে সমালোচকদের আরও নোংরা পদ্ধতির প্রয়োজন। 'সবাই হিটলার' এই আক্রমণ শুনে শুনে ক্লান্ত।
প্রসঙ্গত, আমেরিকার ক্যাপিটল ভবনে সোমবার শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। উপরাষ্ট্রপতি পদে শপথ নেন জেডি ভান্স। দেশ-বিদেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। ভারতের বিদেশেমন্ত্রী এস জয়শঙ্কর, শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি, অ্যামাজন কর্তা জেফ বেজস, মেটা কর্তা মার্ক জুকেরবার্গ, গুগল সিইও সুন্দর পিচাই সহ আরও অনেকে।
শপথ নিয়েই সোনার আমেরিকা গড়ার বার্তা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, 'সোনালি যুগের সূচনা হল। আমেরিকা আরও শক্তিশালী হবে। সমস্ত অবৈধ কাজের দিন শেষ।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন