Trump: ট্রাম্প জমানায় আমেরিকায় শুধুমাত্র দুই লিঙ্গের সরকারি স্বীকৃতি - প্রতিবাদে রূপান্তরকামীরা

People's Reporter: ট্রাম্প বলেন, “এখন থেকে আমেরিকার সরকারি নীতি অনুসারে শুধুমাত্র দু’টি লিঙ্গ থাকবে – পুরুষ এবং স্ত্রী। কোনও ব্যক্তি নিজেকে বিপরীত লিঙ্গের মনে করলেও তা সরকারি নথিতে স্থান পাবে না”।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি - সংগৃহীত
Published on

শপথ নিয়েই বিতর্কিত সিদ্ধান্ত ট্রাম্পের। ট্রাম্প জমানায় এবার থেকে আমেরিকার সরকারি খাতায় দু’টি লিঙ্গ থাকবে – পুরুষ এবং স্ত্রী। সোমবার দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর সরকারি নীতি স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই বিষয়ে শীঘ্রই তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন। এই নির্দেশের বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ।

সোমবার আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ট্রাম্প বলেন, “এখন থেকে আমেরিকার সরকারি নীতি অনুসারে শুধুমাত্র দু’টি লিঙ্গ থাকবে – পুরুষ এবং স্ত্রী। কোনও ব্যক্তি নিজেকে বিপরীত লিঙ্গের মনে করলেও তা সরকারি নথিতে স্থান পাবে না”।

সংবাদ সংস্থা ‘দ্য গার্ডিয়ান’ –এর প্রতিবেদন অনুসারে, নির্বাহী আদেশে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য সরকারি নথিতে শুধুমাত্র পুরুষ এবং মহিলা – এই দু’টি লিঙ্গের কথাই উল্লেখ থাকবে। তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের জন্য আলাদা কোনও স্বীকৃতি থাকবে না। অর্থাৎ শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের, সেটিই উল্লেখ থাকবে নথিতে। কোনও পুরুষ নিজেকে মহিলা এবং কোনও মহিলা নিজেকে পুরুষ মনে করতেই পারেন, কিন্তু ফেডারেল সরকারের সরকারি নথির ক্ষেত্রে সেই সব ধারণা খাটবে না।

২০২১ সালে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর রূপান্তরকামীদের জন্য সরকারি নথিতে পৃথক লিঙ্গ চালু করেছিলেন। চার বছর আগে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই এই নীতি চালু করেছিলেন বাইডেন। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় এসে বাইডেনের সেই নীতিতে পরিবর্তন আনতে চলেছেন।

অন্যদিকে, ট্রাম্পের এই নয়া নীতির তীব্র বিরোধিতা শুরু হয়েছে আমেরিকা জুড়ে, বিশেষ করে তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলো। এবিষয়ে আমেরিকার অন্যতম বড় তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘হিউম্যান রাইটস ক্যাম্পেন’ –এর সভাপতি কেলি রবিনসন বলেছেন, “আমরা পিছু হটছি না। ভয়ও পাচ্ছি না। আমারা কোথাও পালিয়ে যাচ্ছি না। আমারা নিজেদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব”।

ডোনাল্ড ট্রাম্প
Elon Musk: ট্রাম্পের শপথ গ্রহণে মাস্কের 'নাৎসি স্যালুট'! আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়
ডোনাল্ড ট্রাম্প
Kolkata: বেঙ্গালুরু, দিল্লিকে পিছনে ফেলে দেশে ট্রাফিক জ্যামে শীর্ষে কলকাতা! বিশ্বে দ্বিতীয়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in