Kolkata: বেঙ্গালুরু, দিল্লিকে পিছনে ফেলে দেশে ট্রাফিক জ্যামে শীর্ষে কলকাতা! বিশ্বে দ্বিতীয়

People's Reporter: কলকাতায় ১০ কিমি অতিক্রম করতে সময় লাগে গড়ে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে ১০ কিমি যেতে গড়ে সময় লাগে ৩৪ মিনিট ১০ সেকেন্ড।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল ছবি
Published on

ট্রাফিক জ্যামের নিরিখে ভারতের মধ্যে শীর্ষে কলকাতা। পাশাপাশি বিশ্বের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী। 'টমটম ট্রাফিক ইনডেক্স' অনুযায়ী কলকাতায় প্রতি ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে গড়ে ৩৪ মিনিটের বেশি। এই তালিকায় কলকাতার পরেই রয়েছে ভারতের আরেক গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু।

যত তথাকথিত ভাবে উন্নত হচ্ছি আমরা, তত কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বাড়ছে ট্রাফিক জ্যাম, যা নিয়ন্ত্রণ করতে হিমিশিম খেতে হচ্ছে প্রশাসনকে। 'টমটম ট্রাফিক ইনডেক্স'-র তথ্য বলছে ১০ কিমি রাস্তা অতিক্রম করতে বিশ্বে সবথেকে বেশি সময় লাগে কলোম্বিয়ার শহর বারানকুইলাতে। সেখানে গড়ে ৩৬ মিনিট ৬ সেকেন্ড সময় লাগে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। ১০ কিমি অতিক্রম করতে এখানে সময় লাগে গড়ে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে ১০ কিমি যেতে গড়ে সময় লাগে ৩৪ মিনিট ১০ সেকেন্ড। চতুর্থ স্থানে রয়েছে পুনে। সেখানে একই পথ অতিক্রম করতে সময় লাগে ৩৩ মিনিট ২২ সেকেন্ড।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে লন্ডন। লন্ডনেও ট্রাফিক জ্যামের সমস্যায় পড়েন সেখানকার নিত্যযাত্রীরা। ১০ কিমি যেতে সেখানে গড়ে সময় লাগে ৩৩ মিনিট ১৭ সেকেন্ড। ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিয়োটো। ১০ কিলোমিটার পথ যেতে সময় লাগে গড়ে ৩৩ মিনিট ১৬ সেকেন্ড। বিশ্বের তালিকায় ১২২ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এখানে ১০ কিলোমিটার যেতে গড়ে সময় লাগে ২৩ মিনিট ২৪ সেকেন্ড।

অন্যদিকে ট্রাফিক জ্যামের সমস্যা খুবই কম থাকা শহরের তালিকায় প্রথম ৩টিই মার্কিন যুকরাষ্ট্রের শহর। তালিকায় শীর্ষে রয়েছে থাউস্যান্ড ওকস। এই শহরে ১০ কিমি পথ যেতে সময় লাগে গড়ে ৮ মিনিট ৩৬ সেকেন্ড। দ্বিতীয় স্থানে রয়েছে লিটল রক। যেখানে ১০ কিমি যেতে সময় লাগবে ৯ মিনিট ২০ সেকেন্ড। তৃতীয় স্থানে আছে মেসা। এখানে সময় লাগে ৯ মিনিট ৩৯ সেকেন্ড। চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডসের আমার্সফুর্ট শহরে ১০ কিমি অতিক্রান্ত করতে গড়ে সময় লাগে ৯ মিনিট ৪৮ সেকেন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউআর্ক শহরে এই পথ যেতে সময় লাগে গড়ে ৯ মিনিট ৪৯ সেকেন্ড। ষষ্ঠস্থানে থাকা রিচমন্ড শহরে ১০ কিমি অতিক্রম করতে সময় লাগে গড়ে ৯ মিনিট ৫৪ সেকেন্ড।

উল্লেখ্য, এই সমীক্ষা চালানো হয়েছে ৬ মহাদেশের ৬২টি দেশের ৫০০টি শহরে। সমস্ত শহরে ১০ কিমি পথ অতিক্রমের গড় সময় সব সময় একই থাকে না। গড় সময় থেকে ১০ সেকেন্ড কম বা বেশি লাগতে পারে আবার কখনও তার বেশিও লাগতে পারে। বিভিন্ন টাইমে একাধিকবার পরীক্ষার পর গড় সময় নির্দিষ্ট করা হয়েছে।

প্রতীকী ছবি
২০২৬ সালের শেষে কলকাতায় বাতিল হতে চলেছে প্রায় ১৫০০ হলুদ ট্যাক্সি, জানাল পরিবহণ দপ্তর
প্রতীকী ছবি
দেশের সবথেকে 'গরীব' মুখ্যমন্ত্রী মমতা, ধনীতম চন্দ্রবাবু - কোন রাজনীতিবিদের কত সম্পত্তি আছে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in