
দেশের ২৮ টি রাজ্য এবং ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। কারও সম্পত্তি কয়েকশ কোটি টাকা, আবার কারও একটু কম হলেও অঙ্কটা কোটির ঘরে। তবে সেই তালিকা থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই হলেন দেশের সবথেকে ‘গরীব’ মুখ্যমন্ত্রী। কত সম্পত্তি আছে মুখ্যমন্ত্রীর কাছে?
সোমবার দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি নিয়ে তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফোর ডেমোক্র্যাটিক রিফর্ম বা এডিআর। এডিআর–এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। তিনিই দেশের সব থেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী। অন্যদিকে, তালিকার প্রথমে অর্থাৎ দেশের সবথেকে ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা।
তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন, কোটি টাকার সম্পত্তি নেই এমন তালিকায় রয়েছেন দেশের এক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা এনসি নেতা ওমর আবদুল্লা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। ওমর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী। মমতা ও ওমরের পরেই রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ টাকা।
এডিআর–এর রিপোর্ট অনুযায়ী, দেশের ২৮ টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয় গড়ে ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। যা দেশের আমজনতার মাথা পিছু গড় আয়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। এডিআর-এর তথ্য অনুসারে, দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা।
অন্যদিকে, দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় চন্দ্রবাবু নাইডুর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পেমা খান্ডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর রয়েছে ৫১ কোটি টাকার সম্পত্তি। তবে এডিআরের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি ঋণ রয়েছে পেম খান্ডুর, ১৮০ কোটি টাকা। এছাড়া সিদ্দারামাইয়ার ঋণ রয়েছে প্রায় ২৩ কোটি টাকা। তবে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ঋণের পরিমাণ ১০ কোটি টাকারও কম।
এছাড়া, প্রতিবেদন অনুসারে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী তথা এনডিপিপি নেতা নেফিয়ু রিও –এর মোট সম্পত্তি রয়েছে ৪৬ কোটি টাকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোহন যাদবের ৪২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেভান্তের মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি। এছাড়া পড়শি রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার কাছে রয়েছে ১৭ কোটি টাকা। এছাড়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি নেতা কনরাড সাংমার মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা। ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি।
এডিআর জানাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ১৩ কোটি ২৭ লক্ষ টাকার মালিক। গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্তের মোটি সম্পত্তির পরিমাণ ৯ কোটি ৩৭ লক্ষ টাকা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের কাছে রয়েছে ৮ কোটি ৮৮ লক্ষ টাকার সম্পত্তি। গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভুপেন্দ্র ভাই প্যাটেলের কাছে রয়েছে ৮ কোটি ২২ লক্ষ টাকার সম্পত্তি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুখবীন্দর সিংয়ের সম্পত্তি রয়েছে ৭ কোটি ৮১ লক্ষ টাকার।
এডিআরের তথ্য অনুযায়ী, সিকিমের মুখ্যমন্ত্রী তথা সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা পি এস তামাং –এর রয়েছে ৬ কোটি ৬৯ লক্ষ টাকার সম্পত্তি। হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নয়াব সিং–এর রয়েছে ৫ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পুষ্কর সিং ধামীর রয়েছে ৪ কোটি ৬৪ লক্ষ টাকার সম্পত্তি। মিজোরামের মুখ্যমন্ত্রী তথা জোরাম পিপলস মুভমেন্ট নেতা লাল্ডু হোমা ৪ কোটি ১৩ লক্ষ টাকার মালিক। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিষ্ণু দেওসাইয়ের রয়েছে ৩ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি।
রিপোর্ট অনুযায়ী, দেশের আরেক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী তথা এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামীর মোট সম্পত্তি ৩৮ কোটি টাকার। এছাড়া দেশের আরেক কেন্দ্রশাসিত অঞ্চল তথা রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ টাকা। মমতা ছাড়া অতিশীই দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী।
এডিআরের তথ্য অনুসারে, রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভজনলাল শর্মার কাছে রয়েছে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সম্পত্তি। মণিপুরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বীরেণ সিং ১ কোটি ৪৭ লক্ষ টাকার মালিক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের রয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকার সম্পত্তি। বিহারের নীতীশ কুমারের রয়েছে ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পত্তি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানের কাছে রয়েছে ১ কোটি ৯৭ লক্ষ টাকার সম্পত্তি। ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মোহণচরণ মাঝির কাছে রয়েছে ১ কোটি ৯৭ লক্ষ টাকার সম্পত্তি।
এডিআর আরও জানিয়েছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে খুন, অপহরণ-সহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন