২০২৬ সালের শেষে কলকাতায় বাতিল হতে চলেছে প্রায় ১৫০০ হলুদ ট্যাক্সি, জানাল পরিবহণ দপ্তর

People's Reporter: আইটিইউসি –এর রাজ্য সভাপতি প্রমোদ পান্ডে জানিয়েছেন, ‘২০১৯-২০ সালে ২৫ হাজার ট্যাক্সি বাতিল করা হয়েছে। ২০২৩ সালে হলুদ ট্যাক্সি হয়েছে ৮,৫০০। এপ্রিলে সেই সংখ্যাটা আরও কমেছে’।
ফাইল ছবি
ফাইল ছবি সৌজন্যে - দ্য টেলিগ্রাফ
Published on

কলকাতার নস্টালজিয়া ‘হলুদ ট্যাক্সি’। কিন্তু ২০২৬ সালের মধ্যে প্রায় ১৫০০ হলুদ মিটার ট্যাক্সি বাতিল হবে। ১৫ বছর নিয়মের হিসেব অনুযায়ী এই সমস্ত ট্যাক্সিগুলি বাতিলের খাতায় পড়ছে। সম্প্রতি রাজ্য পরিবহণ দপ্তরের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন। যার ফলে ২০২৬ সালের শেষে ৪৫০০ থেকে কমে হলুদ ট্যাক্সির সংখ্যা এসে দাঁড়াবে ৩০০০-এ।

প্রসঙ্গত, ২০০৮ সালে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানিয়েছিল, কলকাতায় কোনও কমার্শিয়াল গাড়ির মেয়াদ ১৫ বছরের বেশি হয়ে গেলে, সেটা আর রাস্তায় নামানো যাবে না। সেই নিয়ম মেনেই ১৫০০ হলুদ মিটার ট্যাক্সি বাতিল করা হবে।

ইতিমধ্যেই পরিবহণ বিভাগের কাছে এই নির্দেশ পুনর্বিবেচনার করার আর্জি জানিয়েছে বহু ট্যাক্সি ইউনিয়ন। তাদের দাবি, ১৫ বছর পেরিয়ে গেলেও এর মধ্যে বহু গাড়ি আছে, যেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ এবং ইঞ্জিন পরিবর্তন করলে আরও পাঁচ বছর পর্যন্ত চালানো যাবে। কারণ এত পরিমাণ হলুদ ট্যাক্সি বন্ধের ফলে কাজ হারাবেন বহু মানুষ। তাই পরিবহণ দপ্তরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।

এবিষয়ে আইটিইউসি –এর রাজ্য সভাপতি প্রমোদ পান্ডে এক সংবাদ সংস্থায় জানিয়েছেন, ‘২০১৯-২০ সালে ২৫ হাজার ট্যাক্সি বাতিল করা হয়েছে। ২০২৩ সালে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সির সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮,৫০০। চলতি বছর এপ্রিলে সেই সংখ্যাটা আরও কমেছে’।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের পদক্ষেপ কী তা জানতে চাই। পরিবহণ দপ্তর ২০১৬ সাল থেকে মিটারযুক্ত হলুদ ট্যাক্সিগুলির ভাড়া পরিবর্তন করেনি। সরকার কার্যত মিটার ট্যাক্সিকে নিষ্ক্রিয় করে দিয়েছে’। পান্ডে জানান, শীঘ্রই এই ব্যাপারে প্রায় ১০ হাজার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেবেন।

কলকাতার নস্টালজিক হলুদ ট্যাক্সির কথা স্মরণ করিয়ে পান্ডে আরও বলেন, ‘বলিউডের একাধিক চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো কলকাতার বিশিষ্ট ব্যক্তিজনেরা তাদের কাজে হলুদ ট্যাক্সির ব্যবহার করেছিলেন। শহরের দর্শনার্থীরা হলুদ ট্যাক্সিতে চড়েন এবং ফটো তোলেন। রাজ্য যদি হলুদ ট্যাক্সিকে বাঁচাতে কিছু না করে, তাহলে কলকাতার ইতিহাস চিরতরে মুছে যাবে’।

এবিষয়ে ঊর্ধ্বতন পরিবহন কর্তা বলেন, ‘পুরনো অ্যাম্বাসেডর মডেলগুলি ১৫ বছর বয়সে পৌঁছেছে। আমাদের কোনও উপায় নেই। ২০০৮ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে’।

প্রসঙ্গত, ১৯৬২ সাল থেকে কলকাতার রাস্তায় এই হলুদ ট্যাক্সি ছুটছে। তবে শীঘ্রই হয়ত আর কোনও হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তায় অবশিষ্ট থাকবে না।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in