
বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। আজ অর্থাৎ বৃহস্পতিবার তা শেষ হবে। রাজ্যে বিভিন্ন বিনিয়োগ আনাই এই সম্মেলনের মূল লক্ষ্য।বুধবার সম্মেলন মঞ্চ থেকে বিনিয়োগের হিসেব দিলেন তিনি। তিনি জানান, কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ – বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তাঁর শিল্পনীতি।
বুধবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেশনে শুরু হয়েছে দু’দিনের এই সম্মেলন। এদিন নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, “কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম সার্ভাইভ (টিকে থাকবে) করবে না”।
বিরোধীদের বিনিয়োগের অঙ্ক নিয়ে কটাক্ষের উত্তরে তিনি বলেন, ‘‘আজকে সকালবেলাও কেউ কেউ বলেছেন, এত দিনে ১৪-১৫ টাকাও বিনিয়োগ হয়নি। আমার কাছে নথি আছে। আমি নথি দেখিয়ে বলছি, বাংলায় ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোনও প্রকল্পের কাজ চলছে। কোনও প্রকল্পের কাজ শেষের মুখে। তোমাদের কাছে কোনও প্রমাণ আছে যে বিনিয়োগ হয়নি বলছো?”
এমনকি তাঁর আমলে বাংলায় কর্মসংস্কৃতির বদল হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আগে এখানে বিনিয়োগ আসত না। কারণ এখানে ধর্মঘট, হরতাল লেগেই থাকত। আমরা সে সব করতে দিই না। এখন বাংলায় একটা কর্মদিবসও নষ্ট হয় না"।
বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইওন ক্যান। এছাড়া শিল্পপতিদের মধ্যে ছিলেন – মুকেশ আম্বানী, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, সজ্জন জিন্দল, হর্ষ নেওটিয়া, হর্ষবর্ধন আগরওয়াল। এছাড়া শিল্প সংস্থার হয়ে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০৩০ সালের মধ্যে রাজ্যে রিলায়েন্স গোষ্ঠীর বিনিয়োগ ৫০ হাজার কোটি থেকে বেড়ে ১ লাখ কোটি হবে বলে জানিয়েছেন কর্ণধার মুকেশ আম্বানী। কালীঘাট সংস্কার প্রকল্পেও বিনিয়োগ করবে রিলায়েন্স।
এক নজরে দেখে নেওয়া যাক বাণিজ্য সম্মেলনের প্রথম দিন -
উৎপাদন শিল্প: নতুন কী কী
১. ডানকুনি এবং চন্দননগরে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে নিফা গ্রুপ
২. ফ্যাশন এবং গয়না সামগ্রীর রফতানি কেন্দ্র হবে সিঙ্গুরে
৩. হাওড়ার সাঁকরাইলে রাবার কারখানা। ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার
8. ব্যারাকপুরে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কেন্দ্র গড়ে তুলবে 'হ্যাভআস এরোটেক'
৫. আসানসোলে ইস্পাত কারখানার সম্প্রসারণে ২১৩ কোটি টাকা বিনিয়োগ করবে 'সেল গ্রোথ ওয়ার্ক' সংস্থা
৬. ফেব্রুয়ারি থেকে ডেউচা-পাঁচামিতে খননকার্য শুরু। পাইলট প্রজেক্টের জন্য ব্যয় ৩৫ হাজার কোটি
৭. হলদিয়ায় ৯১ কোটি টাকা বিনিয়োগ করবে 'পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড'
৮. বীরভূমের পাঁচড়ায় পুনরুজ্জীবিত হবে ময়ূরাক্ষী কটন মিল
৯. ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ৬০টির বেশি শিল্প পার্ক হবে রাজ্যে
তথ্যপ্রযুক্তি, বাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রের অবস্থা সম্পর্কিত রিপোর্ট
১. নিউটাউনে আইটিসি ইনফোটেকের ক্যাম্পাসে 'গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স'
২. ২০১৯ সাল থেকে রাজ্যে চার গুণ বেড়েছে স্টার্টআপের সংখ্যা
৩. সেক্টর ফাইভে নতুন আন্তর্জাতিক দফতরের উদ্বোধন করেছে 'রিডুকিউ'
8. সেক্টর ফাইভে নিজেদের প্রথম আরএফ ল্যাব খুলেছে 'টেগোর টেকনোলজিস'
৫. রাজ্যে নতুন অফিস খুলেছে জাপানের তথ্যপ্রযুক্তি কোম্পানি 'কনিকা মিনোলটা'
৬. 'অ্যাক্সেলেরন সলিউশনস' সংস্থার নতুন অফিস চালু সেক্টর ফাইভে
৭. সেক্টর ফাইভে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে 'ইস্করামেকো ইন্ডিয়া'
৮. সেক্টর ফাইভে নিজেদের অফিস সম্প্রসারণ করেছে 'গ্র্যান্ট থর্নটন ইন্ডাস'
পরিকাঠামো এবং যোগাযোগ
১. তাজপুর বন্দরের জন্য 'গ্লোবাল টেন্ডার' ডাকবে রাজ্য সরকার
২. দুর্গাপুরের ডিভিসি মোড়ে নতুন বিশ্ববাংলা গেট তৈরি হবে
৩. নদিয়ার ফুলিয়ায় 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি' গড়ে উঠেছে
৪. স্বরূপনগরে ইছামতি নদীর উপর সেতুর শিলান্যাস হয়ে গিয়েছে
৫. শিলিগুড়িতে তৈরি হয়েছে টেবল টেনিস অ্যাকাডেমি
৬. রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে অম্বুজা নেওটিয়া গোষ্ঠী
৭. শিলিগুড়ি করিডরের জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার
৮. মালদহে ১২০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছে রাজ্য সরকার
৯.কলকাতায় শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক ফেরি পরিষেবা চালু হচ্ছে
১০. ২০১৮ সালের মধ্যে রাজ্যে ৩২টি নতুন বিলাসবহুল হোটেল। বিনিয়োগ ৫০০০ কোটি টাকারও বেশি
১১. শিলিগুড়াতে পণ্য করিডর নির্মাণের কাজ শুরু হয়েছে
১২. কলকাতার রাস্তায় ৯০টি নতুন সরকারি বাস নেমেছে
১৩. নিউটাউনে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের উদ্বোধন হয়েছে
১৪. দুর্গাপুর থেকে বাঁকুড়া পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে
১৫. নদী ভাঙন রুখতে কোচবিহারে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে
১৬. সেল ইসকো এবং আইআইটি ধানবাদের যৌথ উদ্যোগে বার্নপুরে প্রশিক্ষণ কেন্দ্র
১৭. মুর্শিদাবাদে ৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছে রাজ্য সরকার
১৮. পুরুলিয়ায় পূর্ব ভারতের প্রথম মানমন্দির তৈরি হবে
১৯. ফেব্রুয়ারিতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। বিনিয়োগ হচ্ছে ১২৩৮ কোটি টাকা
২০. এপ্রিল থেকে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত চালু হবে
২১. কলকাতা থেকে সরাসরি কম্বোডিয়ার সিয়েম রিপ পর্যন্ত বিমান পরিষেবা চালু করছে 'ইন্ডিগো'
২২. ২০২৮ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ১৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে আইটিসি লিমিটেড
২৩. শিলিগুড়িতে মেট্রো চালুর প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় রেলকে
২৪. মাটির নীচে বিদ্যুতের কেবল পাতার কাজ শুরু হয়েছে আসানসোলে। বিনিয়োগ ৩৪০ কোটি
গোটা বাণিজ্য সম্মেলনের উদ্যোগ এবং আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা অমিত মিত্রের প্রশংসা করেন। বৃহস্পতিবার শেষ হচ্ছে বাণিজ্য সম্মেলন। এদিন প্রথমার্ধে রয়েছে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প’। এবং দ্বিতীয়ার্ধে হবে ‘সমাপ্তি অনুষ্ঠান’।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন