

অস্ট্রেলিয়ার পথে হেঁটে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার (Social Media Ban) নিষিদ্ধ করার কথা ভাবছে চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ সরকার। সম্প্রতি দেশের নাবালকদের সুরক্ষার স্বার্থে অস্ট্রেলিয়াতে (Australia) এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ (Nara Lokesh) জানিয়েছেন তাঁরা অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত থেকে অনুপ্রাণিত হয়েছেন।
গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে সোশ্যাল মিডিয়া। নয়া আইন এনে গোটা বিশ্বের মধ্যে এই নজির গড়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (Anthony Albanese) এই প্রসঙ্গে জানিয়েছিলেন, “শিশুদের শৈশব ফিরিয়ে দেওয়ার” জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় চালু হওয়া এই আইনের গুরুত্বপূর্ণ দিক হল, নিয়ম লঙ্ঘনের জন্য অভিভাবক বা শিশুরা কোনও শাস্তি পাবে না। শাস্তির সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাকে। বারবার একই ভুলের জন্য সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাকে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও জানানো হয়েছে। নতুন নিয়ম চালু হবার পর থেকে অস্ট্রেলিয়ায় লক্ষ লক্ষ কিশোর কিশোরীর অ্যাকাউন্ট নিয়ন্ত্রিত করা হয়েছে।
সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলাকালীন অন্ধ্রপ্রদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ এক সাক্ষাৎকারে বলেন, আমরা অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৬ আইনটি নিয়ে আলোচনা করছি এবং আমরা মনে করি আমাদেরও এরকমের একটি কঠোর আইন তৈরি করা দরকার।
সূত্র অনুসারে, শিশুদের উপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে অন্ধ্রপ্রদেশ সরকার চিন্তিত। প্রশাসনিক স্তরে অস্ট্রেলিয়ান মডেল নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং অন্ধ্রপ্রদেশে কীভাবে এই জাতীয় নিয়ন্ত্রণ বাস্তবায়িত করা যেতে পারে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
যদি সত্যিই এই ধরণের কোনও আইন চালু হয় সেক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশে এই বিধিনিষেধ চালু হবে। দেশের একটি রাজ্য অপ্রাপ্তবয়স্কদের কাছে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক আটকানোর এই প্রচেষ্টায় সফল হলে তাতে আগামী দিনে এই পরিকল্পনায় দেশের বিভিন্ন রাজ্য উৎসাহিত হবে।
অন্ধ্রপ্রদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্যের সরকার এই ধরণের এক পদক্ষেপের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এটি বাস্তবায়িত হলে, শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপকারী ভারতের প্রথম রাজ্য হবে অন্ধ্রপ্রদেশ।
এই প্রসঙ্গে তেলেগু দেশম পার্টির জাতীয় মুখপাত্র দীপক রেড্ডি জানিয়েছেন, “একটি নির্দিষ্ট বয়সের নিচের শিশুরা অনলাইনে সহজলভ্য নেতিবাচক ও ক্ষতিকর বিষয়বস্তু বোঝার জন্য মানসিকভাবে যথেষ্ট পরিণত নয়। একারণেই অন্ধ্রপ্রদেশ সরকার বিশ্বব্যাপী বিভিন্ন নিয়মের পর্যবেক্ষণ করছে এবং অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম সংক্রান্ত আইনটি পরীক্ষা করে দেখছে।”
অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের শুরুর দিকে সরকার কর্তৃক পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে ওই দেশের ৯৬ শতাংশ শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এবং প্রতি ১০ জনের মধ্যে সাতজন ক্ষতিকারক বিষয়বস্তুর মুখোমুখি হয়েছে। যেমন নারী-বিদ্বেষী এবং হিংসাত্মক বিষয়বস্তু থেকে শুরু করে খাদ্যাভ্যাসের ব্যাধি এবং আত্মহত্যার প্ররোচনা দেয় এমন পোস্ট।
অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত দশটি প্ল্যাটফর্মকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে - ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, টুইচ, এক্স, ইউটিউব, কিক এবং রেডডিট। প্রয়োজন অনুসারে এই তালিকা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন