Social Media: বিশ্বজুড়ে কমছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়, দাবি রিপোর্টে

People's Reporter: সমীক্ষার তথ্য অনুসারে, এই বছরের অক্টোবর মাস পর্যন্ত, ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ২ ঘন্টা ২৪ মিনিট সোশ্যাল মিডিয়ায় বা গত বছরের তুলনায় চার মিনিট কম ব্যয় করেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

বিশ্বজুড়ে সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৯৫ শতাংশ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। গত বছরের তুলনায় এই হার বেড়েছে ৪ শতাংশ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, এই বছরের অক্টোবর পর্যন্ত, বিশ্বব্যাপী ৫.৩ বিলিয়ন বা ৫৩০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা বিশ্ব জনসংখ্যার ৬৫.৭ শতাংশ। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক বছরে বেড়েছে ১৮৯ মিলিয়ন বা ৩.৭ শতাংশ। এই তথ্য জানিয়েছে OnlyAccounts.io। গত বছর বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪.৯৫ বিলিয়ন। যার মধ্যে ৬১.৪ শতাংশ ছিল কোনও না কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী।

উল্লেখযোগ্য ভাবে, এই পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার তুলনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত বছরের অনুপাতে এই বছরে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৪.৫ শতাংশ বেড়েছে, যেখানে সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে যুক্ত হয়েছেন প্রায় ২১৫ মিলিয়ন।

২০১৯ সাল থেকে, গড়ে ৩৫০ মিলিয়ন মানুষ প্রতি বছর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগদান করেছে। যার ফলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে।

যদিও উল্লেখযোগ্যভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও, সোশ্যাল মিডিয়ায় ব্যয় করা সময় আগের অনুপাতে অনেকটাই কমেছে।

এক সমীক্ষার তথ্য অনুসারে, এই বছরের অক্টোবর মাস পর্যন্ত, ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ২ ঘন্টা ২৪ মিনিট সোশ্যাল মিডিয়ায় বা গত বছরের তুলনায় চার মিনিট কম ব্যয় করেছে।

একই সময়ে, ইন্টারনেট ব্যবহার করে ব্যয় করা গড় দৈনিক সময় চার মিনিট বেড়ে এখন দাঁড়িয়েছে ৬ ঘণ্টা ৪১ মিনিটে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে ৪.৯ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী থাকলেও, পরবর্তী বছরগুলিতে এই সংখ্যা আরও ২৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

স্ট্যাটিস্টার করা সমীক্ষা অনুসারে আগামী পাঁচ বছরে ১.১ বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় যোগদান করবে। যার ফলে মোট ব্যবহারকারীর সংখ্যা ৬ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

একইসঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীর হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ২০২৩ সালে যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৫.৭ শতাংশ আছে ২০২৮ সালে তা বেড়ে হবে ৭৫ শতাংশের বেশি।

ছবি প্রতীকী
Social Media: ৭৭% নাবালক ভুয়ো জন্ম তারিখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে - রিপোর্ট
ছবি প্রতীকী
Digital Media: এবার কেন্দ্রীয় আইনের আওতায় আসতে চলেছে ডিজিটাল মিডিয়া

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in