Social Media: সমাজমাধ্যমে কোনও পোস্টে লাইক করলেই তা অপরাধ নয়! পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

People's Reporter: সম্প্রতি ইমরান খান নামক জনৈক ব্যক্তি চৌধুরী ফারহান উসমানের পোস্টে লাইক করেছিলেন। প্রশাসনের অভিযোগ, ওই জমায়েতটি বেআইনি। সেই পোষ্টে লাইক করার অপরাধে ইমরান খানকে নোটিশ পাঠানো হয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি ছবি - সংগৃহীত
Published on

সোশ্যাল মিডিয়ায় কোনও বিতর্কিত পোষ্টে শুধুমাত্র লাইক করেছেন? চিন্তা নেই। বিতর্কিত কোনও পোষ্টে লাইক করার জন্য আপনার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু বিতর্কিত কোনও পোষ্ট শেয়ার বা ফরোয়ার্ড করলে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে। আদালতের পর্যবেক্ষণ অনুসারে, শুধুমাত্র লাইক করলে কোনও পোষ্টকে ছড়িয়ে দেওয়া হয়না। কিন্তু শেয়ার বা ফরোয়ার্ড করলে তা ছড়িয়ে দেবার কাজ করা হয়।

সমাজমাধ্যমে কোনও পোস্টে লাইক করলেই তা অপরাধ নয়। তার জন্য তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যাবে না। সম্প্রতি এক মামলার রায়ে এমনই জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, সমাজমাধ্যমে কোনও পোস্টে লাইক করা এবং শেয়ার করা - দুটি এক নয়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সম্প্রতি ইমরান খান নামক জনৈক ব্যবহারকারী চৌধুরী ফারহান উসমানের এক পোস্টে লাইক করেছিলেন। সেখানে এক জমায়েতের কথা জানানো হয়েছিল। প্রশাসনের অভিযোগ, ওই জমায়েতটি বেআইনি ঘোষণা করা হয়েছিল। সমাজমাধ্যমে ওই পোস্ট করার জন্য মামলাও করা হয়। ফলে ওই পোস্টে লাইক করার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়। আইন অনুসারে, কোনও আপত্তিকর বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বা ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের বেঞ্চে এই মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, সমাজমাধ্যমে কোনও বিষয়বস্তু বা মেসেজ প্রকাশ করা বলতে বোঝায় সেটিকে পোস্ট করা। ওই পোস্টটি শেয়ার বা রিটুইট করা মানে পোস্টটিকে ছড়়িয়ে দেওয়া। তবে শুধু লাইক করা মানে পোস্টটি ছড়িয়ে দেওয়া নয়। শুধুমাত্র লাইক করার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যাবে না।

এই মামলায় অভিযুক্ত ইমরান খানের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের সমাজমাধ্যমে এমন কোনও বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়নি। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেটি ডিলিটও করে থাকতে পারেন তিনি। পুলিশের আরও দাবি, এই একই ধরণের বিষয়বস্তু হোয়াটসঅ্যাপে এবং অন্য সমাজমাধ্যমে দেখা গিয়েছে।

শুনানি শেষে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শুধুমাত্র অন্যের প্রকাশ করা একটি পোস্টে লাইক করেছিলেন। সেই কারণে তথ্যপ্রযুক্তি মামলার আওতায় অভিযুক্তকে আনা যায় না।  

প্রতীকী ছবি
Social Media: বিশ্বজুড়ে কমছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়, দাবি রিপোর্টে
প্রতীকী ছবি
Social Media: ৭৭% নাবালক ভুয়ো জন্ম তারিখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে - রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in