Shramshree Scheme: পরিযায়ীদের পুনর্বাসনে 'শ্রমশ্রী' প্রকল্পের কাজ শুরু আজ থেকে, জানাল শ্রম দফতর

People's Reporter: ভিনরাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের 'অত্যাচারের' হাত থেকে মুক্তি দিতে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি - সংগৃহীত
Published on

ভিনরাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের 'অত্যাচারের' হাত থেকে মুক্তি দিতে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোর্টাল চালু হতে এখনও দু’দিন বাকি। কিন্তু তার আগেই বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কাজ শুরু করল শ্রম দফতর। এদিন এমনটাই জানালেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘শ্রমশ্রী’ প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তাঁরা ফিরে ‘শ্রমশ্রী’তে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য দেওয়া হবে। একবছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। সেইসঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের।

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে ময়দানে নামছেন শ্রম দফতরের আধিকারিকেরা। শ্রমমন্ত্রী জানিয়েছেন, পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্তির কাজ শুরু হবে। কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, তাঁদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু হবে। মন্ত্রী জানিয়েছেন, সেক্ষেত্রে জেলায় জেলায় শিবির করে প্রাথমিকভাবে কাজ শুরু করবেন প্রতিনিধিরা।

দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের বহু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন। এদিন মূলত সেই সব জেলার শ্রমিকদের নাম নথিভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে বিলম্ব চায় না শ্রম দফতর। সে কারণেই দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনায় সবথেকে বড় ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। ওই পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বর্তমানে দিল্লিতে ব্যস্ত সংসদের অধিবেশনে। বৃহস্পতিবার অধিবেশন শেষ হওয়ার কথা। এরপরেই কলকাতাতে ফিরে আনুষ্ঠানিকভাবে একটি বড় কর্মসূচি করবেন তিনি। যেখানে পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তি তথা সুযোগ-সুবিধা দেওয়ার কথা প্রচার করা হবে।

সম্প্রতি ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ধারাবাহিক ভাবে অত্যাচারের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কয়েক সপ্তাহ আগে ‘অত্যাচারিত’ পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, তাঁরা ফিরে এলে রাজ্য সরকার পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করবে। এমনকি তাঁদের জন্য পৃথক প্রকল্পের কথাও ঘোষণা করেছিলেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্প ও পোর্টাল চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বেশ কিছু দিন ধরেই পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছিল ‘কর্মসাথী’ প্রকল্পে। তার জন্য চালু আছে একটি পোর্টাল। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী, এ বার ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ‘শ্রমশ্রী’ পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে। রাজ্যের ‘কর্মসাথী’ প্রকল্প অনুযায়ী, নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লক্ষ ৪০ হাজার। যদিও বিভিন্ন মহলের দাবি, নাম লেখানো নেই, এমন অংশ ধরলে বাইরে কর্মরতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বাড়বে। 

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ‘‘যাঁরা ফিরবেন, তাঁরা ভ্রমণ সহায়তা-সহ এককালীন পাঁচ হাজার টাকা করে পাবেন। পুনর্বাসন ভাতা এটা। এর মানে এক বছর, নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। এ ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট হল শ্রম দফতর। আমাদের ‘উৎকর্ষ বাংলা’ আছে। সেখানে ‘স্কিল ট্রেনিং’ দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের কার কী দক্ষতা আছে, সেটা দেখা হবে। দক্ষতা থাকলে দরকারে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এ ছাড়া আমরা ‘জব কার্ড’ দেব"।

তিনি আরও বলেন, “কর্মশ্রী প্রকল্পে ৭৮ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লোনের ব্যবস্থা রয়েছে। আমরা পরিযায়ী শ্রমিকদের খাদ্যসাথী কার্ড দেব। স্বাস্থ্যসাথী থাকবে। বাড়ি না থাকলে কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা হবে। স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে ছেলেমেয়েদের। কন্যাশ্রী, শিক্ষাশ্রীর সুবিধাও পাবেন। বাংলায় যে ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক বাইরে আছেন, তাঁরা সকলে ‘শ্রমশ্রী’-র সুবিধা পাবেন। যাঁরা নাম নথিভুক্ত করেননি, তাঁরা নাম নথিভুক্ত করতে পারবেন”।

মুখ্যমন্ত্রীর সংযোজন, “কিছু দিনের মধ্যে যাঁরা রাজ্যে ফিরে এসেছেন, তাঁদের স‌ংখ্যা প্রায় ১০ হাজার। তাঁরা পোর্টালে নাম নথিভুক্ত করাতে পারবেন। শ্রমশ্রী পোর্টালে নাম তুললে তাঁদের একটা আই কার্ড দিয়ে দেওয়া হবে। এর ফলে রাজ্য সরকারের সুযোগ-সুবিধাগুলি পাবেন তাঁরা”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খাস কলকাতাতেই 'বাংলাদেশী' বলে মারধর ৪ পড়ুয়াকে, অভিযুক্ত হিন্দিভাষী ব্যবসায়ীরা, গ্রেফতার ২
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Chandranath Sinha: রাজভবনের অনুমতির পরেই নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর নামে সমন জারির নির্দেশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
'সাংবিধানিক রক্ষাকবচ নষ্ট করার চেষ্টা!' বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে সরব মমতা-অভিষেক-প্রিয়াঙ্কা

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in