Sujit Basu: সুজিত বসুর ছেলের রেস্তরাঁ থেকে উদ্ধার বিপুল টাকা, সন্দেহজনক লেনদেনের নথি! খবর সূত্রের

People's Reporter: গত ১০ অক্টোবর ইডির একাধিক দল লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, সল্টলেকের তাঁর অফিস, গোলাঘাটায় মন্ত্রীপুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ বার হানা দেয়।
সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসু
সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসুছবি - সমুদ্রের ফেসবুক পেজ
Published on

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি! সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ এবং মন্ত্রীর এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে মোট ৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে গত ১০ অক্টোবর রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। সেই দিন ইডির একাধিক দল লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, সল্টলেকে তাঁর অফিস, গোলাঘাটায় মন্ত্রীপুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ বার, মন্ত্রী ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গুদাম, নাগেরবাজারে এক প্রোমোটার ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং কাঁকুড়গাছিতে এক অডিটরের বাসভবনে হানা দেয়।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে ১৫ লক্ষ টাকা এবং নাগেরবাজারের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল সম্পত্তির নথি এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের নথিপত্র। তদন্তকারীদের সন্দেহ, এই নথিগুলির আড়ালে অবৈধ অর্থ লেনদেন বা মানি লন্ডারিংয়ের চক্র সক্রিয় থাকতে পারে।

পাশাপাশি, কালো টাকা সাদা করতে হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা ব্যবহার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার ও তিনটি হার্ড ডিস্ক। ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি পৃথক দল গঠন করা হয়েছে।

তদন্ত সংস্থার মতে, সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ঘটেছিল। সেই সূত্রেই তদন্ত এগোচ্ছে। এর আগে ইডি জানিয়েছিল, ২০২০ সালে একদিনে দক্ষিণ দমদম পুরসভায় ১৯ জনের চাকরি দেবার অভিযোগ উঠেছিল।

গত বছর ১২ জানুয়ারি, লেকটাউনের শ্রীভূমিতে মন্ত্রীর দুটি বাড়ি ও দফতরে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল ইডি। কিছু গুরুত্বপূর্ণ নথি ও মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল।

সেবার সুজিত বসু সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছিলেন, “যদি কাজের জন্য কেউ সুজিতকে এক টাকা দিয়ে থাকেন, সুজিত আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেবে।” এবারেও তল্লাশি অভিযানের দিন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু সাংবাদিকদের জানান, "নির্বাচন যত এগিয়ে আসবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল নেতাদের বিরুদ্ধে এরকম তদন্ত অভিযান চালাবে। আমি কোনও তল্লাশিতে বাধা দেবনা।"

সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসু
Mamata Banerjee: ভুটানের জলে বিপর্যয়, ওরাও ক্ষতিপূরণ দিক - উত্তরবঙ্গে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসু
রাতে মেয়েদের না বেরোনোর পরামর্শ! দুর্গাপুর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সেলিমের
সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসু
Kolkata: নিউ টাউনের বিশ্ববিদ্যালয়ে সিকিমের পড়ুয়াদের জাত তুলে কটূক্তি ও মারধরের অভিযোগ! তদন্তে পুলিশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in