
কলকাতা হাইকোর্টে একদিনের স্বস্তি পেলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না, বুধবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
গত ২৬ মার্চ রাতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও পাল্টা অর্জুন নিজেই গুলি চালিয়েছেন বলে দাবি করে তৃণমূল। জগদ্দলের মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে এই ঘটনায় জখম হন সাদ্দাম হোসেন নামক একজন। তৃণমূলের দাবি, সাদ্দাম তাদের দলের কর্মী।
এই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ। যদিও হাজিরা দেননি অর্জুন। পাশাপাশি, তৃণমূলের আনা সমস্ত অভিযোগও অস্বীকার করেন তিনি। তিনি বলেছিলেন, "অর্জুন সিং-র এতটা খারাপ সময় আসেনি যে নিজেকেই গুলি চালাতে হবে। তৃণমূল মিথ্যা অভিযোগ করছে।"
জিজ্ঞাসাবাদের জন্য মোট পাঁচবার পুলিশ নোটিশ পাঠিয়েছিল অর্জুন সিংকে। কোনওবারই হাজিরা না দেওয়ায় বিজেপি নেতার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যান জগদ্দল থানার ওসি।
এরপর মঙ্গলবার অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারির আবেদন জানিয়ে ব্যারাকপুর মহাকুমা আদালতে মামলা দায়ের করে পুলিশ। জানা যায়, আদালত অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। সেই মামলাতেই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ না নেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একদিনের জন্য স্বস্তি পেলেন বিজেপি নেতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন