
ফের অশান্ত ভাটপাড়া। এবার প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং-কে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অর্জুন সিং নিজেই গুলি চালিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। মেঘনা জুটমিলে শ্রমিকদের দুটি গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গুলি যে চলেছে তার প্রমাণ মিলেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি খালি কার্তুজ ও তাজা বোমা উদ্ধার হয়েছে। এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। আহত যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অর্জুন সিং জানান, "রাত ১০:৩০ টা নাগাদ হঠাৎ করেই আমি দু'রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। আমি আমার সহযোগীদের সাথে আমার বাড়ি তথা অফিস মজদুর ভবনে ছিলাম। ছুটে বেরিয়ে মেঘনা মোড়ের দিকে রওনা হই। ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই দুষ্কৃতিরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমরা ধাওয়া করতেই পালিয়ে যায় সবাই।"
তিনি আরও অভিযোগ করেন, 'তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং-র (ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) পুত্র নমিত সিং এই হামলার পিছনে রয়েছে। পুলিশের সামনেই তিনি গুলি চালিয়েছেন।'
পাল্টা অর্জুন সিং-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, "অর্জুন সিং এবং তাঁর লোকেরা মেঘনা জুট মিলের শ্রমিকদের উপর আক্রমণ করে এবং গুলি চালায়। অর্জুন সিং-র গুলিতেই আহত হয় ওই যুবক। আরও তিন থেকে চারজন আহত হয়েছে। আমরা অর্জুন সিংকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। নাহলে আমরা আরও বৃহত্তর প্রতিবাদ শুরু করব"
অর্জুন সিং অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, অর্জুন সিং-র এতটা খারাপ সময় আসেনি যে নিজেকেই গুলি চালাতে হবে। তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। এই এলাকায় অনেক সিসিটিভি রয়েছে। পুলিশ চাইলে সমস্ত সিসিটিভি খতিয়ে দেখুক। পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। সকলের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে প্রাক্তন বিজেপি সাংসদকে জগদ্দল থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু হাজিরা দেবেন না বলে জানিয়েছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন