Nadia: একই মঞ্চে তৃণমূল নেতার সঙ্গে উর্দিধারী পুলিশ! ছবি প্রকাশ্যে আসতেই বিরোধীদের নিশানায় শাসক দল

People's Reporter: হাতিশালা-২ অঞ্চলেও একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিনহাকে। সবুজ উত্তরীয় পরে তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতেও দেখা যায় তাঁকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

রাজ্যের শাসক দলের রাজনৈতিক মঞ্চে উর্দিধারী পুলিশের উপস্থিতি ঘিরে শুরু বিতর্ক। ঘটনাটি ঘটেছে চাপড়ায়। সেখানে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায় এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিনহাকে। আইসি সাদা পোশাকে থাকলেও ইনচার্জ ছিলেন উর্দি পড়েই। শাসক দলের রাজনৈতিক মঞ্চে পুলিশের উপস্থিতির ছবি সামনে আসতেই, একযোগে আক্রমণে নেমেছে বিরোধীরা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের সামনেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্য থেকে হঠানোর আহ্বান জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা। তাঁর কথায়, “চাপড়া ব্লক আরও সংগঠিত হবে জেবেরের হাত ধরে। জেবেরের হাত শক্ত হলে মহুয়া মৈত্রর হাত শক্ত হবে। মহুয়া মৈত্রের হাত শক্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপিকে হঠিয়ে তৃণমূল জ্বলজ্বল করবে”।

জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই চাপড়ার তৃণমূল কর্মীদের উদ্যোগে ওই এলাকায় চলছে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। চাপড়ার হৃদয়পুরের পর, হাতিশালা-২ অঞ্চলেও একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে দেখা গেছে বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিনহাকে। সবুজ উত্তরীয় পরে তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতেও দেখা যায় তাঁকে।

এই ঘটনা সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। নদিয়া উত্তরের বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে রাজনৈতিক সভা চাপড়া বিধানসভার বিভিন্ন প্রান্তে করছে। সেখানে আমরা দেখতে পারলাম চাপড়া থানার আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির ইনচার্জ আছেন। তাঁরা দুজনেই উপস্থিত ছিলেন”।

কংগ্রেস নেতা আব্দুর রহিম শেখ বলেন, “আমরা বিরোধীরা বলে আসছি পুলিশ প্রশাসনই তৃণমূলের পোষা গুন্ডা, ক্যাডার বাহিনী। তার বাস্তব প্রমাণ চাপড়া থানার আইসি এবং তাঁর ফাঁড়ির ইনচার্জরা”।

যদিও এর মধ্যে অন্যায় কিছু দেখছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নদিয়া উত্তরের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় বলেন, “এই সম্পর্কে আমার কিছু জানা নেই। ওখানকার দলীয় নেতৃত্ব বা আমাদের যারা কর্মী আছে তাঁদের থেকে না জেনে কোনও মন্তব্য করতে পারি না। আর পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলোর উদ্বোধন করে থাকেন। এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনও অন্যায় নয়”। 

প্রতীকী ছবি
Calcutta Medical College and SSKM: মেডিক্যাল কলেজ ও এসএসকেএম-কে সেরার স্বীকৃতি কেন্দ্রের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in