Calcutta Medical College and SSKM: মেডিক্যাল কলেজ ও এসএসকেএম-কে সেরার স্বীকৃতি কেন্দ্রের

People's Reporter: পাশাপাশি টিবি মুক্ত ভারত অভিযানেও রাজ্যের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা করেছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
আইসিএমআর
আইসিএমআরছবি - সংগৃহীত
Published on

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসাবে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম। প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, সাফল্য এবং সুযোগ সুবিধার বিষয় বিবেচনা করে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এই তালিকা প্রকাশ করেছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে এ কথা জানিয়েছেন। পাশাপাশি টিবি চিকিৎসার ক্ষেত্রেও প্রশংসা পেয়েছে রাজ্য।

কয়েক মাস আগে দিল্লিতে আইসিএমআর-এর কর্মশালায় ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের প্রথম সারির চারটি মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটকে। মূলত পাঁচটি বিষয়ের উপর মূল্যায়ন করা হয়। তথ্য অনুযায়ী, কতগুলি গবেষণা চলছে, কতগুলি গবেষণা সম্পূর্ণ হয়েছে, কতগুলি গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে, কতগুলি পেটেন্ট মিলেছে বা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে, কেন্দ্রীয় অনুদানের ন্যূনতম ৭০ শতাংশ ব্যবহার করা হয়েছে কিনা - এই পাঁচটি বিষয়ের উপরে মূল্যায়ন করা হয়। আইসিএমআর-এর মাপকাঠির বিচারে দশের মধ্যে সাত পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ এবং দশের মধ্যে ৬ পেয়েছে এসএসকেএম।

এই স্বীকৃতির ফলে রাজ্যের এই দুই স্বাস্থ্য প্রতিষ্ঠান আগামী তিন বছর ধরে মোট ৫ কোটি টাকা আর্থিক সাহায্য পাবে কেন্দ্রের থেকে। যার মধ্যে প্রথম দফার এক কোটি টাকা চলে এসেছে। এই টাকা স্বাস্থ্য প্রতিষ্ঠানের উন্নতির খাতে ব্যবহার করতে পারবে তারা।

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-সহ গোটা দেশ। বারবার প্রশ্ন উঠেছিল হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশ্নের মুখে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র, জুনিয়র চিকিৎসকরাও প্রতিবাদে অংশ নিয়েছিলেন। সুপ্রিম কোর্টেও বারবার উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্যপরিকাঠামোর বিষয়টি। এই আবহে আইসিএমআর-এর এই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল সরকারের কাছে।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এই খবর শেয়ার করে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, "আমি সব সময় বিশ্বাস করি, বাংলার স্বাস্থ্য পরিকাঠামো দেশের মধ্যে সেরা। সকলের কাছে মডেল। এই স্বীকৃতি রাজ্যের রাজ্য স্বাস্থ্য পরিকাঠামোর প্রতি আমার বিশ্বাসেরই প্রতিফলন"।

অন্যদিকে, টিবি চিকিৎসা ক্ষেত্রেও কেন্দ্রের প্রশংসা পেয়েছে রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টিবি মুক্ত ভারত অভিযানেও রাজ্যের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা করেছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। অতিরিক্ত টিবি রোগী চিহ্নিতকরণের ক্ষেত্রে এই বিশেষ সম্মান এসেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in