
আগামী রবিবার রামনবমী। সেই দিন সাম্প্রদায়িক ঝামেলা এড়াতে জেলায় জেলায় মূলত কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষার ক্যাম্প করবে সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। পাশাপাশি, বুধবার রাজ্যজুড়ে ছাত্র সংগঠনের একাধিক কর্মসূচির কথাও জানান দেবাঞ্জন।
মঙ্গলবার সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে ডাকা সাংবাদিক বৈঠকে রামনবমীর দিনের কর্মসূচি নিয়ে দেবাঞ্জন দে বলেন, “রামনবমীর দিন সমস্ত রাজ্যে এসএফআইয়ের ক্যাম্পের আয়োজন করা হবে। কিন্তু এই উপলক্ষ্যকে কেন্দ্র করে নির্বাচনের আগে আরএসএস, বিজেপি এবং তৃণমূল যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাঙ্গা বাধানোর জন্য উত্তেজনার পরিবেশ তৈরি করছে তা এর আগে দেখা যায়নি। কিন্তু যদি কোনও সাম্প্রদায়িক শক্তি ঝামেলা শুরু করে তাহলে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যে দাওয়াই দিয়ে এদের রুখেছিলেন, আমরাও সেভাবেই এদের ব্যবস্থা করবো”।
পাশাপাশি, এদিনের সাংবাদিক বৈঠকে একাধিক কর্মসূচির কথাও জানায় এসএফআই। দেবাঞ্জন জানান, রাজ্যজুড়ে ক্যাম্পাসে নিরাপত্তা এবং গণতন্ত্র ফেরাতে অবিলম্বে নির্বাচন, আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার ধর্ষণ ও খুনের বিচার এবং নদীয়ার প্রতিবাদী ছাত্রনেতা রেজা শেখের অবিলম্বে মুক্তির দাবিতে আন্দোলনের মধ্যে বুধবার ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের শহীদ দিবস পালন করবেন ছাত্রছাত্রীরা। এছাড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদা থেকে দুটি মিছিল হবে। মিছিল শেষে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে সেমিনার হবে।
রাজ্যজুড়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সংগঠনের সদস্য সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়েছে, এদিনের সাংবাদিক সম্মেলনে সেকথাও জানান দেবাঞ্জন। তিনি জানিয়েছেন বর্তমানে এসএফআই-এর সদস্য ৮ লক্ষ ৩১ হাজার ২৮১ জন। তিনি জানান, ফোনে মিসকল দিয়ে মেম্বারশিপ এসএফআই করে না। কলেজ, মাদ্রাসা ঘুরে সদস্য সংগ্রহ করেছে। তিনি বলেন, “দিনহাটায় সংগঠনের কর্মীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন রাজ্যের মন্ত্রী, এলাকার বিধায়ক। সেখান থেকে প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে সদস্যপদ। তেমনই জঙ্গল মহল, ঘাটালেও বেড়েছে সদস্যপদ। বাকুড়ায় ৩৫%, ঝাড়গ্রামে ১৮% বৃদ্ধি পেয়েছে সদস্য। এমনকি সন্দেশখালিতেও বেড়েছে সদস্য সংখ্যা।"
দেবাঞ্জন আরও বলেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় –সহ জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজগুলোতেও সদস্যপদ বাড়াতে সক্ষম হয়েছে সংগঠন। চা বাগানগুলিতে ফ্রি স্কুল নেই। সেখানে ফ্রি স্কুলের দাবিতে লাগাতার আন্দোলন করছেন ছাত্রছাত্রীরা। উত্তরেও ৪০% বেড়েছে সংগঠনের সদস্যপদ। এমনকি যে শিক্ষামন্ত্রী এত চেষ্টা করলেন ছাত্রদের কন্ঠরোধ করতে তাঁর পাড়াতেই সদস্যপদ বেড়েছে। দেউচা-পাচাঁমী-মহম্মদবাজারেও বেড়েছে সদস্যসংখ্যা। সেখানে মোট ৬০% বেড়েছে। যেখানেই আমাদের ওপর তারা দমন পীড়ন করেছে, সেসব জায়গাতেই সংগঠন আরও শক্তিশালী হয়েছে”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন