Alipurduar: গোষ্ঠীদ্বন্দ্বের জের! দলের সব পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক

People's Reporter: আলিপুরদুয়ারের জেলা সভাপতি এখনও বদল হয়নি। পদের দৌড়ে ছিলেন মনোজ ওঁরাও। কিন্তু তাঁকে পিছনে ফেলে জেলার সহ সভাপতি মিঠু দাস অনেকটা এগিয়ে গিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।
মনোজকুমার ওঁরাও
মনোজকুমার ওঁরাওছবি - মনোজকুমারের ফেসবুক পেজ
Published on

ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের সমস্ত পদ ছাড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও। জানা যাচ্ছে, জেলা সভাপতি নিয়ে বিবাদের জেরে এই পদক্ষেপ মনোজের। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিধায়কের তরফে।

বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন মনোজ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সমস্ত পদ ছাড়ার কথা ঘোষণা করেন কুমারগ্রামের বিধায়ক। দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক লেখেন, “শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে”।

এখানেই শেষ নয়। তিনি আরও লেখেন, “এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম”। তবে বিজেপি থেকে যে পদত্যাগ করছেন না, সেকথাও স্পষ্ট করেছেন মনোজকুমার। তিনি লিখেছেন, “একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো”।

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও পোস্টে কোথাও উল্লেখ করেননি মনোজকুমার ওঁরাও।

উল্লেখ্য, রাজ্যজুড়ে জেলা সভাপতি বদলের প্রক্রিয়া চালাচ্ছে বিজেপি। কিন্তু আলিপুরদুয়ারের জেলা সভাপতি এখনও বদল হয়নি। পদের দৌড়ে ছিলেন মনোজ ওঁরাও। কিন্তু তাঁকে পিছনে ফেলে জেলার সহ সভাপতি মিঠু দাস অনেকটা এগিয়ে গিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। মনে করা হচ্ছে, সেই কারণেই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মনোজ।

মনোজকুমার ওঁরাও
Medicine Price Hike: আজ থেকে দাম বাড়ল ৯০০ টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের! তালিকায় কী কী?
মনোজকুমার ওঁরাও
Uttarakhand: ঔরঙ্গজেবপুর হবে শিবাজিনগর! ৪ জেলার ১৫ জায়গার নাম বদল উত্তরাখণ্ড বিজেপি সরকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in