Uttarakhand: ঔরঙ্গজেবপুর হবে শিবাজিনগর! ৪ জেলার ১৫ জায়গার নাম বদল উত্তরাখণ্ড বিজেপি সরকারের

People's Reporter: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে এবং মানুষদের আবেগের কথাও মাথায় রেখে এই স্থানগুলির নাম পরিবর্তন করা হয়েছে।
পুষ্কর সিং ধামি
পুষ্কর সিং ধামিছবি - পুষ্কর সিং ধামির এক্স হ্যান্ডেল
Published on

গত ১০ বছরে একাধিকবার দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই একই পথে হাঁটল আর এক বিজেপি শাসিত রাজ্য, উত্তরাখণ্ড। হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল, উধম সিং নগর - এই চার জেলার মোট ১৫ টি জায়গার নাম পরিবর্তন করা হল। সোমবার একথা জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তবে হঠাৎ কেন এই পরিবর্তন? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই স্থানগুলির নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া সেখানকার মানুষদের আবেগের কথাও মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, এই উদ্যোগের লক্ষ্য হল ভারতীয় সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখা মহান ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে বর্তমান সমাজকে অনুপ্রাণিত করা।

উত্তরাখণ্ড রাজ্যের সরকার জানিয়েছে, হরিদ্বারের ঔরঙ্গজেবপুর এখন থেকে শিবাজিনগর নামে পরিচিতি পাবে। এছাড়াও এই জেলার ঘাজিওয়ালি জায়গার নাম বদল করে আর্যনগর, মহম্মদপুর জাটের নাম মোহনপুর জাট, খানপুর কুরসালির নাম আম্বেদকর নগর, ইদ্রিশপুরের নাম নন্দপুর, খানপুরের নাম কৃষ্ণপুর এবং আকবরপুর ফজলপুরের নাম বিজয়পুর করা হচ্ছে।

একই ভাবে দেরাদুনের মিয়াওয়ালার নাম রামজিওয়ালা, পীরওয়ালার নাম কেশরি নগর, চাঁদপুর খুর্দ-এর নাম পৃথ্বীরাজনগর, এবং আব্দুল্লানগরের নাম দক্ষনগর করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, নৈনিতালের নবাবি রোডের নাম বদলে অটল মার্গ এবং পাঁচাক্কি থেকে আইটিআই রোডের নাম গুরু গোলওয়াকার রোড করা হচ্ছে।

উধম সিং নগরে নগর পঞ্চায়েত সুলতান পট্টির নাম বদল করে কৌশল্যাপুরী করার সিদ্ধান্ত নিয়েছে পুষ্কর সিং ধামির সরকার।

উত্তরাখণ্ড সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ মানবীর চৌহান এ প্রসঙ্গে জানিয়েছেন, “বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এটি ভারতীয় সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখা মহান ব্যক্তিত্বদের সম্মানের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করবে”।

অন্যদিকে, পুষ্কর সিং ধামির সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধসমানা। তাঁর দাবি, “এই নাম পরিবর্তন সময়োচিত নয়। গত সাড়ে আট বছর সম্পূর্ণ ব্যর্থ। মানুষের মূল সমস্যার দিক থেকে নজর ঘুরিয়ে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে রাজ্য সরকার”।

পুষ্কর সিং ধামি
Medicine Price Hike: আজ থেকে দাম বাড়ল ৯০০ টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের! তালিকায় কী কী?
পুষ্কর সিং ধামি
Violence Against Minorities: ১১ বছরে সংখ্যালঘুদের বিরুদ্ধে ৫৬৮ হিংসার অভিযোগ NCM-এ, শীর্ষে UP

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in