Mamata Banerjee: সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়া হোক - কেন্দ্রের কাছে আর্জি মমতা ব্যানার্জির

People's Reporter: দীর্ঘ ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। বিজ্ঞান জগত থেকে রাজনৈতিক মহল সকলেই শুভেচ্ছা জানিয়েছে দুই মহাকাশচারীকে।
সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর
সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি এই অভিযানের সাথে যুক্ত সকলকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

দীর্ঘ ২৮৬ দিন মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। বিজ্ঞান জগত থেকে রাজনৈতিক মহল, বিনোদন দুনিয়া - সব মহল থেকেই শুভেচ্ছা বার্তা আসছে দুই মহাকাশচারীর জন্য। অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জি লেখেন, "বহুদিন পর অবশেষে পৃথিবীতে নিরাপদভাবে ফেরার জন্য সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে স্বাগত জানাই। আমাদের ভারতের কন্যা আমাদের কাছে ফিরে এসেছেন। আমরা গভীরভাবে আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা বুচ উইলমোরের জন্যও গভীরভাবে আনন্দিত। তাঁদের সাহসকে স্বাগত জানাই, তাঁদের প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই। আমি উদ্ধারকারী দলকে তাঁদের সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই"।

এছাড়া বুধবার বিধানসভায় মমতা ব্যানার্জি বলেন, "বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়মসকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তাঁরা অনেক যন্ত্রণা সহ্য করেছেন। কল্পনা চাওলাও গিয়েছিলেন। ফিরতে পারেননি। এই মহাকাশযানেরও কিছু গোলমাল ছিল বলে শুনেছি। সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে"। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।

প্রসঙ্গত, ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেন সুনীতা উইলিয়ামসরা। এলন মাস্কের সংস্থা স্পেশ এক্সের মহাকাশযানে করেই পৃথিবীতে ফেরেন তাঁরা। তারপর সেই ক্যাপসুল থেকে মহাকাশচারীদের বের করে আনেন অন্যান্য বিজ্ঞানীরা। মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনতে পেরে উচ্ছ্বসিত নাসার বিজ্ঞানীরা।

সুস্থভাবে ফিরে এলেও পৃথিবীর সাথে মানিয়ে নিতে এখন সময় লাগবে তাঁদের। কারণ ৮ দিনের পরিবর্তে টানা ৯ মাস মহাকাশে থাকতে হয়েছে সুনীতা উইলিয়ামসদের। যার কারণে শরীরকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে।

২০২৪ সালের ৫ জুন নাসার ক্যাপসুলে (বোয়িং স্টারলাইনার) করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা ও বুচ। তাঁদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন। আটদিনের মধ্যে কাজ শেষ করে পৃথিবীতে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর
Sunita Williams: নিরাপদে পৃথিবীতে ফিরলেও মাধ্যাকর্ষণের সাথে মানিয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জ সুনীতাদের!
সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর
USA: 'সমতার নীতির পরিপন্থী' - মার্কিন সেনাবাহিনী থেকে রূপান্তরকামীদের বাতিলের নির্দেশে স্থগিতাদেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in