'দলের সব ডেটা, ভোট-কৌশল ট্রান্সফার করেছে, এটা ক্রাইম’, ED-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

People's Reporter: মমতা বলেন, "আইপ্যাক তৃণমূলের‌ অথরাইজড টিম। সেই টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে। ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে।‘’
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিফাইল ছবি
Published on

‘আমাদের পার্টির সব ডেটা ট্রান্সফার করে নিয়েছে। এটা ক্রাইম।‘ প্রায় এক ঘণ্টা পরে সল্টলেকে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও আঙুল তুলেছেন তিনি।

আজ সকাল থেকে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। খবর পেয়েই প্রতীকের বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে সল্টলেকে আইপ্যাকের দফতরে যান মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “আপনারা জেনে রাখুন এই অপারেশনটা শুরু করেছে ভোর ৬টা থেকে, যখন অফিসে কেউ ছিল না প্রায়। তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, যাতে সব নির্বাচনী কৌশল-তথ্য আছে, SIR সংক্রান্ত কাজের নথি, মানুষকে সাহায্য় করার তথ্য রয়েছে, সেগুলো সকাল থেকে ট্রান্সফার করেছে।  আমি মনে করি, এটা ক্রাইম।“

তিনি বলেন, “আইপ্যাক আমাদের তৃণমূলের‌ অথরাইজড টিম। সেই টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে, সব লুঠ করা হয়েছে, টেবিলগুলি সব ফাঁকা পড়ে রয়েছে। ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, অর্থনৈতক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে। সব কাগজপত্র…ভাবুন নতুন তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে।‘’

বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, “আমরা রেডিস্টার্ড রাজনৈতিক দল, আয়কর দিই, আমাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছে, আমাদের অডিট হয়। প্রয়োজন থাকলে আয়কর দফতর থেকে নোটিস দিতে পারত ED। নির্বাচন এলেই আয়কর দফতর নোটিস দেয়। বিজেপি-কে তো পাঠায় না! ডাকাতের ডাকাত ওরা। সবচেয়ে বড় অপরাধী, মানি পাওয়ার, মাসল পাওয়ার, কিলার অফ ডেমোক্র্যাসি।“

এরপর এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, “SIR -এর নামে ১.৫কোটির বেশি নাম মুছেছে। অমিত শাহ যদি পশ্চিমবঙ্গে জিততে চান, নির্বাচনে লড়ে জিতুন। বিজেপির ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন। আমরা এখনও চুপ করে আছি, সব সহ্য করছি। এখনও আশা করি, ন্যায় বিচার পাব। প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক নথিপত্র নিয়ে গিয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।" 

আইপ্যাকের কর্ণধার এবং দফতরে ইডি অভিযান নিয়ে প্রতিবাদ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন তিনি। আজ বিকেলে রাজ্যজুড়ে সব ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।

এর আগে প্রতীকের বাড়ি থেকে একটি সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, “আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি।“ এরপর আইপ্যাকের দফতরে যাওয়ার পরও একাধিক ফাইল সেখান থেকে বার করে মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়।

মমতা ব্যানার্জি
প্রার্থীতালিকা, দলের কৌশল, হার্ড ডিস্ক হাতাতে এসেছিল! IPAC-এর অফিসে ED হানা প্রসঙ্গে বিস্ফোরক মমতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in