
ন্যায্য ডিএ-র দাবি আদায়ের জন্য বিধানসভা ভবন অভিযানে নেমে গ্রেফতার হয়েছেন ৪৮ জন রাজ্য সরকারি কর্মচারী। যাদের মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের কর্মচারী সহ ১১ জন মহিলা। ধৃতদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ফের উত্তাল হল মহানগরী। ব্যাঙ্কশাল কোর্টের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখালো ABTA, ট্রেড ইউনিয়নের মত বামপন্থী সংগঠন সহ রাজ্য সরকারি কর্মচারীরা।
গ্রেফতার হওয়া কর্মচারীদের বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন সাদা পাতায় নিজেদের দাবি লিখে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কর্মচারীরা। যেখানে লেখা রয়েছে, ‘যতই চাটো হাওয়াই চটি, পুলিশ তোমারও ডিএ বাকি…’। কলকাতা হাইকোর্টের কর্মচারী থেকে শুরু করে শিক্ষকরাও এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।
তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভরত এক সরকারি কর্মী বলেন, আমাদের ১৮ মাসের ডিএ বাকি রয়েছে। সরকারি কর্মীরা ন্যায্য দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের ৪৮ জনকে গ্রেফতার করেছে। কর্মচারীরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় ছিল। প্রশাসনের দায়িত্ব ছিল কর্মচারীদের পাশে দাঁড়ানোর, তা না করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
বয়স্ক এক মহিলা সরকারী কর্মচারীর কথায়, কাল আমাদের মতো বয়স্কদের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, অন্তঃসত্ত্বাকেও আটকে রেখেছে পুলিশ। আমরা 'সাইলেন্ট প্রোটেস্ট' করছিলাম।
বিক্ষোভস্থল থেকে আরও এক কর্মচারী সাংবাদিকদের জানান, "ABTA জেলা সম্পাদক অনুপম রায় সহ অনেক শিক্ষিক-শিক্ষিকাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। ৩৫ শতাংশ ডিএ আমাদের ন্যায্য দাবি, সেটা সব রাজ্য দিচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। আমাদের কী অপরাধ? আমরা সবরকম সার্ভিস দিচ্ছি। করোনাকালে আমরা সবকিছু করেছি। আমাদের দায়বদ্ধতা আছে, ছুটির মধ্যেও ক্লাস নিয়েছি। বেতন বাড়াতে হবে না, কিন্তু আমাদের ন্যায্য ডিএ অবিলম্বে দিতে হবে।"
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন