জয়েন্ট এন্ট্রান্সে নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ হাইকোর্টের! ২০১০-এর পরবর্তী শংসাপত্রে সুযোগ নয়

People's Reporter: বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, এই পরীক্ষায় ওবিসি পরীক্ষার্থীদেরকেও জায়গা দিতে হবে। তবে ২০১০ সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না।
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টছবি - সংগৃহীত
Published on

২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল স্নাতকোত্তর) পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) পরীক্ষার্থীদের নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪০ দিনের মধ্যে যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

তবে হাইকোর্টের নির্দেশ, ২০১০ সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না। তাঁদের বাদ দিয়ে নতুন প্যানেল তৈরি করতে হবে। নতুন প্যানেল মেনেই কাউন্সেলিং এবং ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০১০ সালের পর রাজ্যে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেটিকে চ্যালেঞ্জ করে মামলা হলেও হাইকোর্টের সেই নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।

বুধবার মামলার শুনানিতে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টরকে দু'ঘন্টার মধ্যে এজলাসে হাজিরের নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। আধিকারিকেরা আদালতে জানান, ২০১০ সালের পর ওবিসি শংসাপত্র বাতিলের কারণে কাউন্সেলিং হয়নি। এরপরেই বিচারপতি জানান, ২০১০ -এর আগে ওবিসি নিয়ে তো কোনও সমস্যা নেই। সেখানে ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল। তাঁদেরকে নিয়েই নতুন প্যানেল তৈরি করা হোক।

আদালত নির্দেশ দেয়, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সমস্ত ওবিসি (এ) এবং ওবিসি (বি) -এর শংসাপত্রের প্রতিলিপি চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পরীক্ষার্থীদের নিজেদের ওবিসি শংসাপত্রের প্রতিলিপি পোর্টালে আপলোড করতে বলতে হবে। পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে বিষয়টি তাঁদের জানাতে হবে। ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র থাকা পরীক্ষার্থীদের নিয়ে নতুন প্যানেল করতে হবে। বাকিরা বাদ যাবেন। ৭ শতাংশ আসন সংরক্ষিত রাখা যাবে ওবিসি পরীক্ষার্থীদের জন্য।

গোটা প্রক্রিয়া ৪০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নতুন প্যানেল তৈরির পর মেধাতালিকা রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি চন্দের বেঞ্চ। এর একমাসের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে বিশ্ববিদ্যালয়কে।

উল্লেখ্য, ২০২৪ সালের মেডিক্যাল স্নাতকোত্তর স্তরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কাউন্সেলিংয়ের জন্য ডাক পাননি তাঁরা। এর ফলে তাঁরা কলেজে ভর্তি হতে পারছেন না। এর মধ্যেই ২০২৫ সালের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার আদালতে মামলাকারীদের হয়ে সওয়াল করেছেন আইনজীবী রঘুনাথ চক্রবর্তী ও সৈকত ঠাকুরতা।

কলকাতা হাইকোর্ট
TMC: দলীয় কাউন্সিলরদেরই অনাস্থা প্রস্তাবে অপসারিত রঘুনাথপুরের তৃণমূল পুরপ্রধান!
কলকাতা হাইকোর্ট
মমতার সামনেই বেফাঁস মন্তব্য 'দুর্মুখ' উদয়নের! 'আমি কাউকে ভয় পাই না' - ধমক দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in