
উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং বিতর্ক যেন সমার্থক। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন বহুবার। নিজেই নিজেকে 'দুর্মুখ' বলেন। আর এবার ভরা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন। যদিও হালকা মেজাজে ধমকও খেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। পরে অবশ্য উদয়নের প্রশংসাও করেছেন মমতা। তবে মন্ত্রীর বেফাঁস মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চোখ এড়ায়নি কারও।
সোমবার শিলিগুড়িতে ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম দেব, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, উদয়ন গুহ। বৈঠক শেষে একে একে তাঁদেরকে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। গৌতম, অরূপ, মলয়দের পরে বক্তৃতা দেওয়ার জন্য আসেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
উদয়ন বক্তৃতা দেওয়ার আগেই এদিন মমতা হালকা মেজাজে তাঁকে বলেন, "মনে রেখ এটা কিন্তু দিনহাটা নয়"। মুখ্যমন্ত্রীর এই কথা শুনে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে 'দুর্মখ' বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, "আমার এই স্বভাবের জন্যই দিদি, মানে মুখ্যমন্ত্রী, আমায় একটু ভয় পান!" উদয়নের এহেন মন্তব্যের পর ভ্রুকুঞ্চন করেন মুখ্যমন্ত্রী। তৎক্ষণাৎ মাইক্রোফোন হাতে তুলে নিয়ে তিনি বলেন, "আমি কাউকে ভয়-টয় পাই না"।
নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উদয়ন বলেন, "আমাকে নয় দিদি, আমার মুখকে"। মমতা ফের বলেন, "তোমার মুখকেও ভয় পাই না"। এরপরেই ফের মুখ্যমন্ত্রী হালকা মেজাজে বলেন, "আমি শুধু তোমাকে বলে দিলাম, এটা দিনহাটা নয়, সেটা মনে রেখো"।
এরপর উদয়ন গুহ সে ব্যাপারে কোনও কথা বলেননি। মন্ত্রী বলেন, ‘‘সবাই খুব ভাল বলেছেন। সবার কথাই শুনতে খুব সুন্দর লাগল। কিন্তু সবাই আজ যে রকম সমর্থন মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইলেন, সেই একই সমর্থন যদি আপনাদের দিক থেকে মুখ্যমন্ত্রীর দিকেও আসে, তা হলে আরও ভাল হবে"। শিল্পদ্যোগী ও ব্যবসায়ীদের বার্তা দিয়ে তিনি বলেন, "উত্তরবঙ্গে উন্নয়ন চাইলে মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে হবে। কারণ উন্নয়ন মুখ্যমন্ত্রীর মাধ্যমেই আসবে।"
সব শেষে উদয়নের প্রশংসা করে মমতা বলেন, ‘‘এই যে কথাটা বলল না, দুর্মুখ! ও দুর্মুখ হলেও আজ ভাল বলেছে। এর জন্য ওকে একটা রসগোল্লা খাইয়ে দিও"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন