পাক গোয়েন্দা সংস্থা ISI -র হয়ে গুপ্তচরবৃত্তি! ভারতের ৩ রাজ্য থেকে গ্রেফতার ৮, তালিকা একনজরে

People's Reporter: হরিয়ানার হিসারের এসপি শশাঙ্ক কুমার সাওয়ান বলেন, তরুণ সমাজমাধ্যম প্রভাবীরা ভারতের শত্রু দেশগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সহজে অর্থ উপার্জনের জন্য এরা ভুল পথে চলে যাচ্ছে।
দেবেন্দ্র সিং ধিলন (বাম দিকে), জ্যোতি মালহোত্রা (মাঝে) এবং শেহজাদ (ডনদিকে)
দেবেন্দ্র সিং ধিলন (বাম দিকে), জ্যোতি মালহোত্রা (মাঝে) এবং শেহজাদ (ডনদিকে)ছবি - সংগৃহীত
Published on

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতের অভ্যন্তরে জোরকদমে নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি। তদন্তের জেরে ইতিমধ্যেই তিন রাজ্য থেকে আট জন এমন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। যার মধ্যে চারজন হরিয়ানা, তিনজন পাঞ্জাব এবং একজন উত্তরপ্রদেশের বাসিন্দা।

গ্রেফতার হওয়া গুপ্তচরদের তালিকা এক নজরে -

জ্যোতি মালহোত্রাঃ হরিয়ানার হিসার-এর বাসিন্দা জ্যোতি মালহোত্রা। 'ট্রাভেল উইথ জো' (Travel with Jo) নামে নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তিনি। পাকিস্তানের কাছে ভারতের তথ্য পাচারের অভিযোগে গত সপ্তাহে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৩৩ বছরের তরুণী নিউদিল্লিতে পাক হাই কমিশনের এক আধিকারিকের ঘনিষ্ঠ। তাঁর মাধ্যমেই কয়েকজন পাক চরের সাথে জ্যোতির যোগাযোগ হয়। জ্যোতি ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে সংবেদনশীল তথ্য শেয়ার করতেন তাদের সাথে। একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছেন জ্যোতি।

দেবেন্দ্র সিং ধিলনঃ ২৫ বছরের দেবেন্দ্র পাতিয়ালার খালসা লেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। ১২ মে ফেসবুকে পিস্তল হাতে একটি ছবি আপলোড করেন দেবেন্দ্র। এরপর কৈথাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, গত নভেম্বরে পাকিস্তান গিয়েছিলেন তিনি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে ভারতের সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন। যার মধ্যে পাতিয়ালা সামরিক সেনানিবাসের ছবিও ছিল।

নওমান ইলাহিঃ হরিয়ানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন বছর ২৪ -এর নওমান। কয়েকদিন আগে পানিপথ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, পাকিস্তানের এক আইএসআই এজেন্টের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ করেছিলেন তিনি। পুলিশের দাবি, উত্তরপ্রদেশের এই বাসিন্দা ইসলামাবাদে তথ্য সরবরাহের জন্য পাকিস্তান থেকে টাকা পেতেন, যা তার জামাইবাবুর অ্যাকাউন্টে ঢুকত।

আরমানঃ গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ মে হরিয়ানার নুহ থেকে গ্রেফতার করা হয় বছর ২৩ -এর আরমানকে। পুলিশের দাবি, ভারত-পাক সংঘর্ষকালীন পাকিস্তানে দেশের সংবেদনশীল তথ্য পাচার করতেন তিনি।

শেহজাদঃ উত্তরপ্রদেশের রামপুরের ব্যবসায়ী শেহজাদকে রবিবার মোরাদাবাদ থেকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে ভারতের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সংবেদনশীল এবং গোপন তথ্য পাচার করতেন শেহজাদ। এমনকি দেশের অভ্যন্তরে আইএসআই-এর হয়ে একাধিক অভিযান পরিচালনা করতেন তিনি। পাক সন্ত্রাসীদের জন্য টাকা এবং সিম কার্ড জোগাড় করতেন তিনি। রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানেও পাঠিয়েছিলেন।

মোহাম্মদ মুর্তজা আলীঃ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির জন্য গুজরাট পুলিশ গ্রেফতার করেছেন মুর্তাজাকে। জলন্ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, একটি মোবাইল অ্যাপের সাহায্যে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন তিনি। তদন্তে মুর্তাজার কাছ থেকে চারটে ফোন এবং তিনটে সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

এছাড়াও এই একই অভিযোগে পাঞ্জাব থেকে গাজালা এবং ইয়ামিন মোহাম্মদ নামে আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আমজনতাকে সতর্ক করা হয়েছে। হরিয়ানার হিসারের এসপি শশাঙ্ক কুমার সাওয়ান সাংবাদিক সম্মেলনে বলেন, তরুণ সমাজমাধ্যম প্রভাবীরা ভারতের শত্রু দেশগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সহজে অর্থ উপার্জনের জন্য এই ধরনের প্রভাবীরা ভুল পথে চলে যাচ্ছেন।

দেবেন্দ্র সিং ধিলন (বাম দিকে), জ্যোতি মালহোত্রা (মাঝে) এবং শেহজাদ (ডনদিকে)
Congress: যে কোনও বিরুদ্ধ মতকে বিজেপি ভয় পায় - অধ্যাপকের গ্রেপ্তারির প্রতিবাদে সরব কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in