
দলীয় কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবের জেরে অপসারণ করা হল পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান তরণী বাউড়িকে। মঙ্গলবার সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মহাকুমা শাসক বিবেক পঙ্কজকে। গোটা প্রক্রিয়াটাকেই বেআইনি বলে মন্তব্য করেছে বিরোধীরা। অভিযোগ, তলবি সভা না ডেকে প্রশাসক বসানো হয়েছে।
গত পুরসভা নির্বাচনে রঘুনাথপুরের ১৩ টি আসনের মধ্যে ১০ টিতে জয়ী হয় তৃণমূল। দুটি আসন পায় কংগ্রেস এবং ১ টি বিজেপি। তরণী বাউড়িকে পুরপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পর অন্যান্য কাউন্সিলরদের বিরোধ সামনে আসে। তরণীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত ২৪ এপ্রিল অনাস্থা প্রস্তাব দেন ৬ জন কাউন্সিলর। প্রস্তাবে সমর্থন করেন এক কংগ্রেস কাউন্সিলরও।
এর ২৬ দিনের মাথায় পদক্ষেপ করা হয়। তরণীকে পুরপ্রধানের আসন থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মহাকুমা শাসক বিবেক পঙ্কজকে। মঙ্গলবার তিনি সেই দায়িত্ব গ্রহণ করেন। যদিও তরণীর অভিযোগ, কয়েকজন দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের সঙ্গে আপোষ না করায় তাঁর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
এদিকে নতুন পুরপ্রধান ঘোষণার পর বিজেপির অভিযোগ, ‘‘অনাস্থা প্রস্তাব আনার পর কোনও সভা না ডেকে বেআইনি ভাবে পুরপ্রশাসক বসানো হল। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হব। আমরা চাই, পুরসভায় আস্থা ভোট হোক"।
যদিও এই বিষয়ে রঘুনাথপুরের নবনিযুক্ত প্রশাসক জানান, রাজ্য পুর ও নগোরন্নয়ন দফতর থেকে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘নির্দিষ্ট সময়ে আস্থা ভোট করা হবে। তার পর নতুন পুরপ্রধান যিনি হবেন, তাঁকে দায়িত্বভার দেওয়া হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন