Mamata Banerjee: সতর্ক থাকুন, কোনও জঙ্গি যেন বাংলায় আশ্রয় নিতে না পারে, পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর

People's Reporter: সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ চট করে কাউকে কোনও ডিটেলস্ দেবেন না। ‘অথেনটিক’ কেউ কি না দেখে নেবেন"।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ছবি - সংগৃহীত
Published on

বাইরে থেকে আসা কোনও জঙ্গি যেন বাংলায় আশ্রয় নিতে না পারে - ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার আবহে বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে সতর্ক করে একথা বললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি, পুলিশকে তাঁদের দায়িত্ব স্মরণ করে আরও সক্রিয় হওয়ার বার্তা দেন মমতা।

উত্তরকন্যার প্রশাসনকি ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সতর্ক থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, "আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ অসম থেকে, কেউ এদিক থেকে, কেউ ওদিক থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। অনেকে ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমাদের দলের অনেকের সঙ্গেও এটা হয়েছে"।

এই পরিস্থিতিতে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি জানান, "সাবধান থাকতে হবে, বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার এখানে কেউ যেন মানুষকে মিথ্যা কথা বলে তথ্য হাতিয়ে নিতে না পারে"। এরপরেই সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "কেউ চট করে কাউকে কোনও ডিটেলস্ দেবেন না। ‘অথেনটিক’ কি না দেখে নেবেন। এ রকম (দুষ্কৃতী) ধরাও পড়েছে। ঝাড়গ্রাম, মালদহ, কোচবিহার, কলকাতা এবং ডায়মন্ড হারবারে পুলিশ ব্যবস্থা নিয়েছে"।

এখানেই শেষ নয়। পুলিশমন্ত্রীর অভিযোগ, আগের মতো আর সক্রিয় নয় পুলিশ। পুলিশকে তাঁদের দায়িত্ব মনে করিয়ে মমতা বলেন, ‘‘বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ যেমন এগিয়ে চলছে, তেমন ক্ষতিকর শক্তিও বাড়ছে। যা আগে ছিল না। তাই সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। আগে পুলিশ তিন-চার বার এলাকায় এলাকায় ঘুরত। এখন ঘোরেই না!’’ তাঁর সংযোজন, ‘‘যত বেশি পুলিশ ভ্যান নিয়ে ঘুরবে মানুষ তো জানবে যে পুলিশ অ্যালার্ট আছে"।

উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা স্পর্শকাতর বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সমস্ত জায়গায় বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘‘বিএসএফ দায়িত্বে আছে বলে নিজেরা (পুলিশকে উদ্দেশ্য করে) বসে থাকবেন না। এইতো কয়েক দিন আগে শীতলখুচি থেকে এক জনকে তুলে নিয়ে যাওয়া হল। উদয়ন (গুহ) আমাকে জানানোর পর তাঁকে বেল (জামিন) করিয়ে ছাড়িয়ে এনেছি আমরা। তাই ‘বিএসএফের দায়িত্বে আছে’ বলে নিজেরা বসে থাকবেন না। পাড়ার ক্লাবগুলো হাতে রাখুন। এটা পুলিশকে বলছি"।

বন্যার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গ নৌকার মতো। সিকিমে বর্ষা হলে উত্তরবঙ্গ ডোবে। ঝাড়খণ্ডে হলে দক্ষিণবঙ্গ ডুবে যায়। ভুটানের বাঁধগুলো থেকে জল ছাড়া হলেও বন্যা হয়ে যায়"।

এরপরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘অসম টাকা পায়। আমরা কিন্তু পাই না। বেশি কথা বললে তিক্ততা বাড়বে। আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম, ভুটানে ইতিমধ্যে বন্যা হচ্ছে। সতর্ক থাকুন। মানুষের পাশে থাকতে হবে। বর্ষাকালীন কাজের প্রস্তুতি নিন"।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in