
সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে ঢুকে হামলা! দেশের রাজধানীতে মুখ্যমন্ত্রীর সিভিল লাইনসের বাসভবনে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ উঠল বছর ৪১-এর এক ব্যক্তির বিরুদ্ধে। আহত মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুস্থ আছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক 'জনশুনানি' চলছিল। সেই সময় এক যুবক আচমকাই মুখ্যমন্ত্রীর উপরে হামলা চালান। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীর হাতে কিছু কাগজপত্র ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। তারপরেই হামলা চালান তিনি।
জানা গেছে, অভিযুক্তের নাম রাজেশ সাক্রিয়া (৪১)। গুজরাটের রাজকোটের বাসিন্দা। অভিযুক্ত একজন কুকুর প্রেমী। সুপ্রিম কোর্ট দিল্লিতে কুকুরদের নিয়ে যে রায় দিয়েছিল, তাতেই ক্ষুব্ধ ছিলেন তিনি। অভিযুক্তের মা ভানু একথা জানিয়েছেন। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, তাঁর কোনো নিকটাত্মীয় গ্রেফতার হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইতে এসেছিলেন। যদিও দিল্লি পুলিশের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
বিজেপির সিনিয়র নেতা হরিশ খুরানা এপ্রসঙ্গে বলেন, "সভায় উপস্থিত এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করেছেন। চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করছেন। আমরা এই হামলার নিন্দা জানাই। এই আক্রমণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা তদন্ত করা উচিত।"
বিজেপির দাবি, এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, বিরোধীরা মুখ্যমন্ত্রীর কাজকে সহ্য করতে পারে না। আক্রমণকারীর পিছনে কে আছে তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেত্রী অতিশী। এক্সে পোস্ট করে আপ নেত্রী লিখেছেন, "দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ এবং প্রতিবাদের জায়গা আছে, তবে সহিংসতার কোনও স্থান নেই। আশা করি দিল্লি পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে। আশা করা যায় যে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিরাপদে আছেন"।
ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিং এই তদন্ত তদারকি করবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন