কন্ঠরোধের চেষ্টা! দুই বর্ষীয়ান সাংবাদিককে সমন পাঠাল আসাম পুলিশ, তীব্র নিন্দায় প্রেস ক্লাব

People's Reporter: আগামী ২২ আগষ্ট সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপারকে গুয়াহাটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপার (বাঁদিক থেকে)
সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপার (বাঁদিক থেকে)ছবি - সংগৃহীত
Published on

বিজেপি শাসিত আসামে এবার সাংবাদিকদের কন্ঠরোধের চেষ্টা। জানা গিয়েছে, খ্যাতনামা সাংবাদিক সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপারের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে নোটিশ পাঠিয়েছে গুয়াহাটি পুলিশ। আগামী ২২ আগষ্ট দুই বর্ষীয়ান সাংবাদিককে ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নির্দেশ অমান্য করলে গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (PCI), ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন (Digipub) এবং ইন্ডিয়ান ওমেন প্রেস কর্পস (IWPC)।

সংবাদ মাধ্যম দ্য ওয়্যার-এর দুই সাংবাদিককে পাঠানো নোটিশে গুয়াহাটি পুলিশ জানিয়েছে, "আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যা যথেষ্ট যুক্তিযুক্ত। তাই আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমান তদন্তের নিরিখেই বেশ কিছু তথ্য সম্পর্কে আপনাদের প্রশ্ন করা হবে"। যদিও কোন অভিযোগ, কিসের তদন্ত, তা নিয়ে সমনে কিছুই লেখা নেই। দুই সাংবাদিককে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২২ আগষ্ট তাঁদের গুয়াহাটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দিতে হবে। এমনকি এই নির্দেশ অমান্য করলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলে জানানো হয়েছে নোটিসে।

ভারতীয় ন্যায় সংহিতার ৬টি ধারায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে দুই সাংবাদিককে। যার মধ্যে রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারা অনুযায়ী দেশদ্রোহিতার অভিযোগ। ২৮শে জুন দ্য ওয়্যারে প্রকাশিত এক প্রতিবেদনের উপর এক বিজেপি নেতার করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। প্রতিবেদনটি ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন (ভারতীয় নৌবাহিনী) শিব কুমারের উপস্থাপনার উপর ভিত্তি করে তৈরি।

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (PCI), ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন (Digipub) এবং ইন্ডিয়ান ওমেন প্রেস কর্পস (IWPC)। মিডিয়া সংগঠনগুলো জানিয়েছে, গত দু মাসে এই নিয়ে দ্বিতীয় এফআইআর। তারা অভিযোগ করেছে, এই পদক্ষেপ গুয়াহাটি পুলিশের প্রতিশোধমূলক পদক্ষেপ। বিবৃতিতে বলা হয়েছে, "গত ২৫ জুলাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, বরদরাজন এবং দ্য ওয়্যারের সাংবাদিকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৫২ এবং অন্যান্য বিধানের অধীনে কোনও বলপূর্বক পদক্ষেপ করা যাবে না। তারপরেও আসাম পুলিশ কোনও কারণ উল্লেখ না করেই এফআইআর দায়ের করেছে"।

সংগঠনগুলো জানিয়েছে, ২০২২ সালের মে মাসে সুপ্রিম কোর্ট প্রাক্তন ভারতীয় দণ্ডবিধির ধারা ১২৪এ-এর অধীনে রাষ্ট্রদ্রোহের জন্য কার্যক্রম এবং ফৌজদারি বিচার স্থগিত করার নির্দেশ দিয়েছিল। সাংবাদিক সংগঠনগুলো বলেছে, "BNS-এর ধারা ১৫২ হলো ধারা ১২৪এ-এর একটি সংস্করণ। গত সপ্তাহে তাদের রিট পিটিশনে, দ্য ওয়্যার BNS-এর ধারা ১৫২-এর ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানিয়েছে এবং শীর্ষ আদালত আসাম সরকার ও অন্যদের নোটিশ জারি করেছে।"

ডিজিপাব তাদের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন ১২ আগস্ট ২০২৫ তারিখে দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদরাজন এবং সিনিয়র সাংবাদিক করণ থাপারকে আসাম পুলিশ কর্তৃক জারি করা সমনের তীব্র নিন্দা জানায়।

এমনকি সংগঠনের তরফ থেকে এও বলা হয়েছে, সংবাদমাধ্যমের কন্ঠরোধের জন্য আসাম পুলিশ BNS-এর ধারা ১৫২ একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপার (বাঁদিক থেকে)
The Wire: ভারত-পাক উত্তেজনার মাঝে 'সরকারি নির্দেশে ওয়েবসাইট ব্লক' - দাবি 'দ্য ওয়ার'-এর
সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপার (বাঁদিক থেকে)
X Accounts: ভারত সরকারের নির্দেশ, ৮০০০ অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু এক্স-এর!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in