The Wire: ভারত-পাক উত্তেজনার মাঝে 'সরকারি নির্দেশে ওয়েবসাইট ব্লক' - দাবি 'দ্য ওয়ার'-এর

People's Reporter: নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে দ্য ওয়ার জানিয়েছে, তারা এই ‘সেন্সরশিপ’-এর বিরুদ্ধে লড়াই করবে এবং এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
দ্য ওয়ার নিউজ পোর্টাল
দ্য ওয়ার নিউজ পোর্টাল ছবি, দ্য ওয়ার নিউজ পোর্টাল থেকে স্ক্রীনশট
Published on

ভারতের খ্যাতনামা নিউজ পোর্টাল দ্য ওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে দ্য ওয়ার জানিয়েছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে। নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া ওই বিবৃতিতে দ্য ওয়ার জানিয়েছে, তারা এই ‘সেন্সরশিপ’-এর বিরুদ্ধে লড়াই করবে এবং এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

নিউজ পোর্টাল দ্য ওয়ার-এর অ্যাকাউন্ট বন্ধ করে দেবার বিষয়টিকে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন’ বলে জানিয়ে দ্য ওয়ার বলেছে, এই পদক্ষেপ স্বেচ্ছাচারী এবং অবর্ণনীয়। তারা আরও জানিয়েছে, এই নির্দেশ চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর পরেও সত্য ও নির্ভুল খবর প্রকাশ চলবে। দ্য ওয়ার জানিয়েছে, ‘কোনোভাবেই আমরা নিরুৎসাহিত হব না।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "ভারতের জন্য এক সংকটময় সময়ে আমরা এই নির্মম সেন্সরশিপের প্রতিবাদ জানাচ্ছি। যখন বিচক্ষণ, সত্যবাদী, ন্যায্য এবং যুক্তিবাদী কণ্ঠস্বর এবং সংবাদ ও তথ্যের উৎস ভারতের সবচেয়ে বড় সম্পদের মধ্যে একটি। ... আপনাদের সমর্থন গত ১০ বছর ধরে আমাদের কাজ চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে এবং আমরা এই সময়ে আমাদের সকলের একসাথে থাকার আশা করছি।"

জানা গেছে, সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে এক্স-কে কমপক্ষে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে বলা হয়েছে। এই প্রসঙ্গে এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলবে এবং ভারতে এই অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে। ভারতে আটকে দেওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে মাকতুব মিডিয়া, ফ্রি প্রেস কাশ্মীর এবং দ্য কাশ্মীরিয়াত-এর মতো সংবাদমাধ্যমের অ্যাকাউন্টগুলিও। মূলধারার টিভি চ্যানেলগুলির মাধ্যমে বহু ভুল তথ্য ছড়িয়ে পড়লেও, এই পদক্ষেপকে অনেকেই সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রশ্ন তুলেছেন।

এক্স-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতার জন্য এই নির্বাহী আদেশগুলি জনসমক্ষে প্রকাশ করা অপরিহার্য -- প্রকাশের অভাব জবাবদিহিতাকে নিরুৎসাহিত করে এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখতে পারে। তবে, আইনি বিধিনিষেধের কারণে, আমরা এই মুহূর্তে নির্বাহী আদেশগুলি প্রকাশ করতে পারছি না।"

এক্স-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, আদেশ মেনে চলার জন্য, আমরা শুধুমাত্র ভারতে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলি বন্ধ রাখব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে, আমরা ভারত সরকারের দাবির সাথে একমত নই। সম্পূর্ণ অ্যাকাউন্টগুলি ব্লক করা কেবল অপ্রয়োজনীয়ই নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের বিষয়বস্তুর সেন্সরশিপের সমান এবং বাকস্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী।  

দ্য ওয়ার নিউজ পোর্টাল
PIB Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'অ্যাডভাইসরি নোটিশ' 'ভুয়ো' বলে জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো
দ্য ওয়ার নিউজ পোর্টাল
I & B Ministry: সংবাদমাধ্যম, ডিজিটাল- সোশ্যাল মিডিয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রকের নির্দেশিকা জারি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in