সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত ভাইরাল হয়ে যাওয়া এক পোষ্টকে ‘ফেক’ বলে জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মক ডিলের ঘোষণার পর এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এই ভুয়ো অ্যাডভাইসরি।
‘অ্যাডভাইসরি নোটিশ’ নামে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে কোনও মন্ত্রক বা কোনও আধিকারিকের স্বাক্ষর ছিল না। যদিও সেই ভুয়ো বিবৃতিই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তা শেয়ার করেন।
মঙ্গলবার রাত ৮.৫২ মিনিটে পিআইবি-র পক্ষ থেকে এক এক্স বার্তায় জানানো হয়, “অনলাইনে একটি পরামর্শের ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে সরকার নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ করেছে।”
ওই এক্স বার্তায় ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। সরকার এই ধরণের কোনও পরামর্শ জারি করেনি। পিআইবি সাবধান করে দিয়ে জানিয়েছে, “বিশ্বাসযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র সরকারী সূত্রে বিশ্বাস করুন।” “সতর্ক থাকুন এবং যাচাই না করা বিষয় শেয়ার করা এড়িয়ে চলুন।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন