PIB Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'অ্যাডভাইসরি নোটিশ' 'ভুয়ো' বলে জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো

People's Reporter: ‘অ্যাডভাইসরি নোটিশ’ নামে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে কোনও মন্ত্রক বা আধিকারিকের স্বাক্ষর ছিল না। সেই ভুয়ো বিবৃতিই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং বহু ব্যবহারকারী তা শেয়ার করেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোষ্ট
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোষ্ট ছবি পিআইবি ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত ভাইরাল হয়ে যাওয়া এক পোষ্টকে ‘ফেক’ বলে জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মক ডিলের ঘোষণার পর এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এই ভুয়ো অ্যাডভাইসরি।

‘অ্যাডভাইসরি নোটিশ’ নামে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে কোনও মন্ত্রক বা কোনও আধিকারিকের স্বাক্ষর ছিল না। যদিও সেই ভুয়ো বিবৃতিই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তা শেয়ার করেন।

মঙ্গলবার রাত ৮.৫২ মিনিটে পিআইবি-র পক্ষ থেকে এক এক্স বার্তায় জানানো হয়, “অনলাইনে একটি পরামর্শের ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে সরকার নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ করেছে।”

ওই এক্স বার্তায় ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। সরকার এই ধরণের কোনও পরামর্শ জারি করেনি। পিআইবি সাবধান করে দিয়ে জানিয়েছে, “বিশ্বাসযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র সরকারী সূত্রে বিশ্বাস করুন।”  “সতর্ক থাকুন এবং যাচাই না করা বিষয় শেয়ার করা এড়িয়ে চলুন।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোষ্ট
PIB Fact Check: সেনাবাহিনীর আধুনিকীকরণের নামে অনুদান চেয়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ - সতর্ক করল পিআইবি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোষ্ট
কোনটা ‘ভুয়ো খবর’ তা নির্ধারণের ক্ষমতা একমাত্র কেন্দ্র বা PIB-র কাছে থাকতে পারে না: এডিটরস গিল্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in