

সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে দান করতে বলা হচ্ছে। এরকমই এক ভুয়ো মেসেজের বিরুদ্ধে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র পক্ষ থেকে জানানো হয়েছে এরকমের একটি ভুয়ো মেসেজ হোয়াটস অ্যাপ-এ ছড়িয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এরকম কোনও আবেদন জানানো হয়নি।
রবিবার পিআইবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ধরণের মেসেজ থেকে সতর্ক থাকুন এবং এই ফাঁদে পা দেবেন না।” হোয়াটস অ্যাপ মেসেজে এটিকে ‘কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্ত’ বলে দাবি করা হয়েছে। অভিনেতা অক্ষয় কুমারের নাম করে এর মাধ্যমে অনুদান চাওয়া হচ্ছে।
এদিনের বিবৃতিতে পিআইবি জানিয়েছে, হোয়াটস অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনার আধুনিকীকরণের নাম করে এবং যেসব ভারতীয় সেনা আহত বা নিহত হয়েছেন তাঁদের নাম করে এক নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান চাওয়া হচ্ছে। এই মেসেজের সঙ্গে যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়।
পিআইবি আরও জানিয়েছে, ২০২০ সালে সরকার “আর্মড ফোর্স ব্যাটল ক্যাসুয়াল্টি ওয়েলফেয়ার ফান্ড’ গঠন করেছে এবং সেখান থেকে সংগৃহীত অর্থ নিহত এবং আহত সেনাবাহিনীর সদস্যদের পরিবারের জন্য খরচ করা হয়।
ইতিমধ্যেই পিআইবি ফ্যাক্ট চেক করে হোয়াটস অ্যাপে সেনাবাহিনীর আধুনিকীকরণ সংক্রান্ত অনুদানের বিষয়টি ভুয়ো বলে চিহ্নিত করেছে। পিআইবি জানিয়েছে, ওই মেসেজের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দেওয়া হয়েছে তা কোনোভাবেই সেনাবাহিনীর আধুনিকীকরণ অথবা নতুন অস্ত্র কেনার সঙ্গে সম্পৃক্ত নয় এবং এই মেসেজটিকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করছে পিআইবি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন