PIB Fact Check: সেনাবাহিনীর আধুনিকীকরণের নামে অনুদান চেয়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ - সতর্ক করল পিআইবি

People's Reporter: প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র পক্ষ থেকে জানানো হয়েছে এরকমের একটি ভুয়ো মেসেজ হোয়াটস অ্যাপ-এ ছড়িয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এরকম কোনও আবেদন জানানো হয়নি।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি - সংগৃহীত
Published on

সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে দান করতে বলা হচ্ছে। এরকমই এক ভুয়ো মেসেজের বিরুদ্ধে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র পক্ষ থেকে জানানো হয়েছে এরকমের একটি ভুয়ো মেসেজ হোয়াটস অ্যাপ-এ ছড়িয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এরকম কোনও আবেদন জানানো হয়নি।

রবিবার পিআইবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ধরণের মেসেজ থেকে সতর্ক থাকুন এবং এই ফাঁদে পা দেবেন না।” হোয়াটস অ্যাপ মেসেজে এটিকে ‘কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্ত’ বলে দাবি করা হয়েছে। অভিনেতা অক্ষয় কুমারের নাম করে এর মাধ্যমে অনুদান চাওয়া হচ্ছে।

এদিনের বিবৃতিতে পিআইবি জানিয়েছে, হোয়াটস অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনার আধুনিকীকরণের নাম করে এবং যেসব ভারতীয় সেনা আহত বা নিহত হয়েছেন তাঁদের নাম করে এক নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান চাওয়া হচ্ছে। এই মেসেজের সঙ্গে যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়।

পিআইবি আরও জানিয়েছে, ২০২০ সালে সরকার “আর্মড ফোর্স ব্যাটল ক্যাসুয়াল্টি ওয়েলফেয়ার ফান্ড’ গঠন করেছে এবং সেখান থেকে সংগৃহীত অর্থ নিহত এবং আহত সেনাবাহিনীর সদস্যদের পরিবারের জন্য খরচ করা হয়।

ইতিমধ্যেই পিআইবি ফ্যাক্ট চেক করে হোয়াটস অ্যাপে সেনাবাহিনীর আধুনিকীকরণ সংক্রান্ত অনুদানের বিষয়টি ভুয়ো বলে চিহ্নিত করেছে। পিআইবি জানিয়েছে, ওই মেসেজের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দেওয়া হয়েছে তা কোনোভাবেই সেনাবাহিনীর আধুনিকীকরণ অথবা নতুন অস্ত্র কেনার সঙ্গে সম্পৃক্ত নয় এবং এই মেসেজটিকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করছে পিআইবি।

ছবি - প্রতীকী
Pahalgam: পহেলগাঁওয়ে নিরাপত্তায় গাফিলতি ছিল, সর্বদলীয় বৈঠকে মেনে নিল কেন্দ্র!
ছবি - প্রতীকী
Pahalgam: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের! নীরজের ডাকে ভারতে জ্যাভলিন প্রতিযোগিতায় 'না' আরশাদ নাদিমের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in