I & B Ministry: সংবাদমাধ্যম, ডিজিটাল- সোশ্যাল মিডিয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রকের নির্দেশিকা জারি

People's Reporter: এই নির্দেশ সংবাদসংস্থা, ডিজিটাল-সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। সমস্ত সংবাদমাধ্যমকে নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবি - উইকিমিডিয়া থেকে সংগৃহীত
Published on

পহেলগাঁওয়ে জঙ্গী হানায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের আবহে শনিবার দেশের সমস্ত সংবাদমাধ্যমের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যে নির্দেশিকায় সমস্ত সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার কথা জানানো হয়েছে।

এই নির্দেশ সংবাদ সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে। নির্দেশিকায় জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তার স্বার্থে, সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা-সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয়গুলির প্রতিবেদন করার সময় সর্বোচ্চ দায়িত্বশীলতা গ্রহণ করার এবং বর্তমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

সরকার বিশেষভাবে দৃশ্যের রিয়েল-টাইম প্রচার, সংবেদনশীল স্থান থেকে সরাসরি প্রতিবেদন এবং চলমান সামরিক কর্মকাণ্ড সম্পর্কিত “সূত্র-ভিত্তিক” তথ্য ব্যবহার নিষিদ্ধ করেছে।

ওই নির্দেশিকায় সতর্ক করে দিয়ে বলা হয়েছে, সংবেদনশীল অপারেশনাল বিবরণের পূর্ব প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে, যা মিশনের কার্যকারিতা এবং জড়িত কর্মীদের নিরাপত্তা উভয়কেই বিপন্ন করে।

কার্গিল সংঘাত, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলা এবং কান্দাহার ছিনতাইয়ের মতো অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলা হয়েছে, অতীতে সংকটের সময়ে সংবাদমাধ্যমের অনিয়ন্ত্রিত প্রচার জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর অপ্রত্যাশিত পরিণতির দিকে পরিচালিত করেছিল। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, জাতীয় নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর পাশাপাশি সম্প্রচারকদের জন্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক (সংশোধন) বিধি, ২০২১-এর বিধি ৬(১)(পি) উল্লেখ করা হয়েছে। যেখানে স্পষ্টভাবে বলা আছে "কেবল পরিষেবায় এমন কোনও অনুষ্ঠান সম্প্রচার করা উচিত নয় যেখানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার থাকে। এই ক্ষেত্রে যতক্ষণ না এই অভিযান শেষ হয়, ততক্ষণ মিডিয়া কভারেজ সরকার কর্তৃক মনোনীত একজন কর্মকর্তার দ্বারা পর্যায়ক্রমিক পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে।"

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে এই বিধি লঙ্ঘন করলে প্রযোজ্য আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। "তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সব টিভি চ্যানেলকে সন্ত্রাসবিরোধী অভিযান বা নিরাপত্তা বাহিনীর চলাচলের সরাসরি সম্প্রচার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।"

তথ্য ও সম্প্রচার মন্ত্রক
Pahalgam: পহেলগাঁওয়ে নিরাপত্তায় গাফিলতি ছিল, সর্বদলীয় বৈঠকে মেনে নিল কেন্দ্র!
তথ্য ও সম্প্রচার মন্ত্রক
Pahalgam: পহেলগাঁও কান্ডে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন করে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত সাংবাদিক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in