X Accounts: ভারত সরকারের নির্দেশ, ৮০০০ অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু এক্স-এর!

People's Reporter: এলন মাস্কের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এক্স মাধ্যম ভারত সরকারের নির্দেশ মতো ৮০০০ অ্যাকাউন্ট ব্লক করা শুরু করেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ভারত সরকারের অভিযোগের ভিত্তিতে ৮০০০ এক্স অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে এলন মাস্কের সংস্থা এক্স (X)। যদিও ভারত সরকারের এই নির্দেশ না-পছন্দ সংস্থাটির।

ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে এক্স-কে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিল ভারত সরকার। ভারতের তরফ থেকে বলা হয়েছে ৮০০০ এমন অ্যাকাউন্ট রয়েছে যেগুলি থেকে ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে। ভুয়ো তথ্যও ছড়ানো হচ্ছে।

এক্স-এর গ্লোবাল গভর্মেন্ট অ্যাফেয়ার্স টিম এই অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, এক্স মাধ্যম ভারত সরকারের নির্দেশ মতো ৮০০০ অ্যাকাউন্ট ব্লক করা শুরু করেছে। এই ব্লকিং-র মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা, বিশিষ্ট কিছু ব্যক্তি এবং সাধারণ মানুষের অ্যাকাউন্ট।

আরও জানানো হয়েছে, অ্যাকাউন্টগুলি ব্লক থাকবে শুধুমাত্র ভারতে। বিশ্বের অন্যান্য দেশে অ্যাকাউন্টগুলি বন্ধ থাকবে না। ভারত সরকারের এই অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তের সাথে সহমত নয় এক্স। কারণ এটি বাক স্বাধীনতার পরিপন্থী। সংস্থার দাবি, সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের জরিমানা অথবা গ্রেফতারির ভয় দেখানো হয়েছে। যার কারণে দ্রুত এই নির্দেশ পালন করা হচ্ছে।

গত ৮ মে এক্স-এর পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, "আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতার জন্য এই নির্বাহী আদেশগুলি জনসমক্ষে প্রকাশ করা অপরিহার্য -- প্রকাশের অভাব জবাবদিহিতাকে নিরুৎসাহিত করে এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখতে পারে। তবে, আইনি বিধিনিষেধের কারণে, আমরা এই মুহূর্তে নির্বাহী আদেশগুলি প্রকাশ করতে পারছি না।"

এক্স-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, আদেশ মেনে চলার জন্য, আমরা শুধুমাত্র ভারতে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলি বন্ধ রাখব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে, আমরা ভারত সরকারের দাবির সাথে একমত নই। সম্পূর্ণ অ্যাকাউন্টগুলি ব্লক করা কেবল অপ্রয়োজনীয়ই নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের বিষয়বস্তুর সেন্সরশিপের সমান এবং বাকস্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী।  

প্রতীকী ছবি
The Wire: ভারত-পাক উত্তেজনার মাঝে 'সরকারি নির্দেশে ওয়েবসাইট ব্লক' - দাবি 'দ্য ওয়ার'-এর
প্রতীকী ছবি
Malegaon Blast: সময় চাই বিচারকের! মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে গেল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in