সরকার কেবল কৃতিত্ব নিতে চায়, দায় নিতে চায় না - অপারেশন সিঁদুর বিতর্কে সংসদে সরব প্রিয়াঙ্কা

People's Reporter: প্রিয়াঙ্কা বলেন, সরকার কি জানত না যে সেখানে প্রতিদিন ১,০০০-১,৫০০ মানুষ যান? তাহলে কেন একটিও সেনা ছিল না? কোনও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই, কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
প্রিয়াঙ্কা গান্ধী বঢরাছবি - সংসদ টিভি থেকে স্ক্রীনশট
Published on

লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কে (Operation Sindoor Debate) অংশগ্রহণ করে পহেলগাঁও হামলার কারণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। তিনি বলেন, এখনও একটা প্রশ্নের উত্তর কেউ পাইনি আমরা যে কেন সেদিন পহেলগাওঁতে হামলা হল? নিরাপত্তা বাহিনী কথায় ছিল?

সংসদের বাদল অধিবেশনে চলা ‘অপারেশন সিঁদুর’ বিতর্ক নিয়ে তীব্র মত পার্থক্য চলছে। এই আবহে সোমবার এই বিতর্কে অংশগ্রহণ করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, “প্রতিরক্ষামন্ত্রী এক ঘণ্টা ধরে বক্তৃতা দিলেন, অপারেশন সিঁদুর থেকে ইতিহাস, নিরাপত্তা থেকে রাষ্ট্রবাদ সব কিছু বললেন। কিন্তু কেউ বললেন না, ২২ এপ্রিল বৈসরনে কী ঘটল? কেন ২৬ জনকে প্রকাশ্যে হত্যা করা হলো? সরকার কি এখনও ব্যাখ্যা দিতে অক্ষম?”

তিনি দাবি করেন, সরকার দীর্ঘদিন ধরে বলছিল কাশ্মীরে সন্ত্রাসবাদ মূলত নির্মূল হয়েছে এবং পর্যটকরা ফিরে কাশ্মীরে যাচ্ছেন। সেই বিশ্বাস রেখেই শুভম দ্বিবেদী ও তাঁর পরিবার বৈসরনে গিয়েছিলেন, সেখানে তাঁর স্ত্রীর সামনেই তাঁকে হত্যা করা হল ।

প্রিয়াঙ্কা বলেন, “সরকার কি জানত না যে সেখানে প্রতিদিন ১,০০০-১,৫০০ মানুষ যান? তাহলে কেন একটিও সেনা ছিল না? কোনও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই, কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। মানুষ সরকারের ওপর ভরসা করে গিয়েছিল, আর সরকার তাঁদের ঈশ্বরের ভরসায় ছেড়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড চলেছিল প্রায় এক ঘণ্টা ধরে। চারজন সন্ত্রাসবাদী জঙ্গল থেকে এসে প্রথমে শুভমকে গুলি করে এবং পরে পর্যটকদের শনাক্ত করে একে একে হত্যা করে।

প্রিয়াঙ্কা সরাসরি প্রশ্ন তোলেন, “প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা সংস্থা কি এই হত্যাকাণ্ডের দায় নেবেন না?”

তিনি বলেন, "হামলার মাত্র দুই সপ্তাহ আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কাশ্মীরে সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে। কিন্তু তিন মাস পর লেফটেন্যান্ট গভর্নর স্বীকার করেন যে বৈসরন উপত্যকায় নিরাপত্তার ঘাটতি ছিল। সরকার যদি সব জানতো, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিছু জানতে পারল না কেন? এটা কি গোয়েন্দা ব্যর্থতা নয়?”

২০০৮ সালের মুম্বই হামলার প্রসঙ্গ তুলে প্রিয়াঙ্কা বলেন, “তৎকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন। কিন্তু আজকের সরকার কেবল কৃতিত্ব নিতে চায়, দায় নিতে চায় না।”

প্রিয়াঙ্কা জানান, “এই দেশ শুধু প্রতিশোধ নয়, দায়িত্ব চায়। দেশের সন্তানদের রক্ষা করা সরকার ও সংসদের দায়িত্ব। কিন্তু যাঁরা মারা গেছেন, তাঁরা ছিলেন নিরাপত্তাহীন, সাহায্যহীন। তাঁরা কেউ দাবার ঘুঁটি নয়। তাঁরা এই দেশের নাগরিক, শহিদ। আমরা সবাই তাঁদের পরিবারের কাছে দায়বদ্ধ”।

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
Rahul Gandhi: পাকিস্তানের গোলাবর্ষণে বাবা-মা হারানো ২২ শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
'অপারেশন মহাদেব'-এ সেনার গুলিতে নিহত পহেলগাঁওকাণ্ডের তিন জঙ্গি! লোকসভায় জানালেন অমিত শাহ
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
IND-PAK: পহেলগাঁও কাণ্ডের পরেও এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পক্ষে চিদম্বরম-পুত্র! অস্বস্তিতে কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in