
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তিন জঙ্গিই সোমবার ভারতীয় সেনার গুলিতে মারা গিয়েছে। মঙ্গলবার লোকসভায় একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিলেন। ‘অপারেশন মহাদেব’-এ আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে"। যদিও এবিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। সেনাবাহিনীর তরফ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন মহাদেব'। সূত্রের খবর, নিহত এই তিন জঙ্গির মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাসিম মুসা।
মঙ্গলবার লোকসভায় অমিত শাহ বলেন, “এই তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। এরাই গত কালের অভিযানে নিহত হয়েছে। আর যে ব্যক্তি এই তিন জনকে খাবার জুগিয়ে সাহায্য করেছিল, তাকে আগেই আটক করা হয়েছিল। যখন ওই জঙ্গিদের দেহ শ্রীনগরে আনা হয়, তখন তাদের শনাক্ত করে পহেলগাঁওকাণ্ডে আটক হওয়া ব্যক্তিরা"।
উল্লেখ্য, গত মাসে জঙ্গিদের খাবার জুগিয়ে সাহায্য করার জন্য দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। তারা হলেন পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ। জানা গেছে, মৃত তিন জঙ্গির দেহ ওই দুই ব্যক্তিই চিহ্নিত করেছে।
এরপরেই সোমবারের 'অপারেশন মহাদেব'-এর বিবরণ দিয়ে অমিত শাহ বলেন, হত তিন জঙ্গি যে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়ে নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষা করানো হয়। আটক ব্যক্তিরা হত জঙ্গিদের শনাক্ত করলেও পুরোপুরি সন্তুষ্ট হয়নি সরকার। সেকারণে জঙ্গিদের যেখানে হত্যা করা হয়, সেখান থেকে বুলেটের খোল এবং বন্দুক উদ্ধার করে সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য চণ্ডীগড়ের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসলে নিশ্চিত করা হয়।
বিরোধীদের নিশানা করে শাহ বলেন, “আমি ভেবেছিলাম তাঁরা পহেলগাঁওকাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের মৃত্যুর খবর পেয়ে খুশি হবেন। কিন্তু দেখলাম তাঁরা বিষয়টি নিয়ে খুশি নন। বরং হতাশ হয়েছেন"। এমনকি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলতে গেলে তাঁকে থামিয়ে কটাক্ষ করে শাহ বলেন, "অখিলেশ জি দয়া করে বসুন! আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব। জঙ্গিদের ধর্ম নিয়ে দুঃখ করবেন না"।
এরপরেই কংগ্রেস নেতা পি চিদাম্বরমের মন্তব্যের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পহেলগাঁও হামলাকারীরা পাকিস্তান থেকে নয়, বরং 'স্থানীয় সন্ত্রাসী' হতে পারে! গতকাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম এরকম দাবি তুলেছিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, পাকিস্তানকে বাঁচানোর মাধ্যমে তিনি কী পাবেন? এই কথার অর্থ হল তারা পাকিস্তানকে ক্লিন চিট দিচ্ছে"।
পহেলগাঁওকাণ্ডের নিন্দা করে শাহ বলেন, “নিরীহ পর্যটকদের ধর্মপরিচয় জিজ্ঞাসা করে পরিবারের সদস্যদের সামনে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। আমি এই হামলার নিন্দা করছি এবং যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনেদের হারিয়েছে, তাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
শাহ বলেন, “পহেলগাঁওকাণ্ডের পর আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছিলাম। আমি এক মহিলার সামনে দাঁড়িয়েছিলাম, যিনি বিয়ের মাত্র ছ’দিনের মাথায় স্বামীকে হারান। আমি ওই দৃশ্য কখনও ভুলতে পারব না। আমি এই সমস্ত পরিবারগুলিকে বলতে চাই, (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) যারা সন্ত্রাসবাদীদের পাঠিয়েছিল, মোদীজি তাদের শায়েস্তা করেছে। আর আমাদের নিরাপত্তা বাহিনী ওই হত্যাকাণ্ড যারা করেছিল, তাদের হত্যা করেছে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন