'কমিশনে যান' - রাহুল গান্ধীর আনা 'ভোট চুরি' অভিযোগের তদন্তে SIT গঠনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

People's Reporter: সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচী-র বেঞ্চ পর্যবেক্ষণ করে, জনস্বার্থে দায়ের করা এই আবেদনের শুনানি আমরা করতে ইচ্ছুক নই।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

বেঙ্গালুরু সেন্ট্রাল (Bengaluru Central) লোকসভা আসনে ভোটার তালিকা জালিয়াতির অভিযোগের তদন্ত করার জন্য বিশেষ তদন্ত দল (Special Investigation Team - SIT) গঠনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, বিষয়টি নিয়ে আদালতে নয় বরং নির্বাচন কমিশনের কাছে যাওয়া উচিত। আইনজীবী রোহিত পান্ডে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ৭ আগস্টের সাংবাদিক বৈঠকের উল্লেখ করে এই জনস্বার্থ মামলা দায়ের করেন।

লাইভ ল প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচী-র বেঞ্চ পর্যবেক্ষণ করে জানান, “জনস্বার্থে দায়ের করা এই আবেদনের শুনানি আমরা করতে ইচ্ছুক নই। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে আবেদন করতে পারেন।”

জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রোহিত পান্ডে। আবেদনে তিনি রাহুল গান্ধীর ৭ আগস্টের সাংবাদিক বৈঠকের উল্লেখ করেন। ওই সাংবাদিক বৈঠকে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনের মহাদেবপুরা বিধানসভা এলাকায় ভোটার তালিকার গুরুতর অসংগতির অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আবেদনে অভিযোগ করা হয়, ভোটার তালিকায় ৪০,০০৯ জন অবৈধ ভোটার এবং ১০,৪৫২ জনের নাম দু'বার করে পাওয়া গেছে। এছাড়াও অনেক ক্ষেত্রে একই ঠিকানায় একাধিক ভোটার বা বিভিন্ন রাজ্যে একই এপিক নম্বর ব্যবহারের ঘটনা সামনে এসেছে।

বেঞ্চের পর্যবেক্ষণের পর মামলাকারীর আইনজীবী জানান, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

রাহুল গান্ধীর অভিযোগ উল্লেখ করে আইনজীবী দাবি করেন, ভোটার তালিকার এই ধরনের কারচুপি সংবিধানের ৩২৬ অনুচ্ছেদের (সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের অধিকার) পরিপন্থী এবং ১৪ ও ২১ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের অধিকার লঙ্ঘন করছে।

এছাড়াও, একই ধরণের অসংগতি মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যেও দেখা গেছে বলে দাবি করা হয়। আবেদনকারীর মতে, এই ধরনের কারচুপি “এক ব্যক্তি, এক ভোট” নীতিকেই প্রশ্নের মুখে ফেলেছে।

রাহুল গান্ধী
Bihar SIR: বিহারে ভোট ‘চুরি’ করতে বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাত’ করেছে নির্বাচন কমিশন - তেজস্বী যাদব
রাহুল গান্ধী
ভোটে বাইরে থেকে ২০ হাজার ভোটার এনেছিলাম - শিন্ধেসেনা বিধায়কের মন্তব্যই 'ভোট চুরি'র প্রমাণ - কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in