
শিবসেনা একনাথ শিন্ধে গোষ্ঠীর এক বিধায়কের মন্তব্যে আবারও শোরগোল মহারাষ্ট্রের রাজনীতিতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পাইথান কেন্দ্রের শিবসেনা (শিন্ধে) বিধায়ক বিলাস ভূমরের মন্তব্য। যেখানে তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনের সময় তিনি ‘বাইরে থেকে’ ২০ হাজার ভোটের ব্যবস্থা করেছিলেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। মহারাষ্ট্রের ২০২৪ বিধানসভা নির্বাচনে পাইথান কেন্দ্র থেকে শিবসেনা বিধায়ক জয়ী হন ২৯,১৯২ ভোটে।
শিবসেনা বিধায়কের মন্তব্যের পরেই মহারাষ্ট্রের বিরোধী রাজনৈতিক মহল জানিয়েছে, বিলাস ভূমরের মন্তব্যই প্রমাণ করে কংগ্রেসের তোলা ‘ভোট চুরি’র অভিযোগ সঠিক ছিল। মুম্বাই কংগ্রেসের সভাপতি এবং মুম্বাই উত্তর মধ্য কেন্দ্রের কংগ্রেস সাংসদ বর্ষা গায়কোয়াড় জানান, কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির যে অভিযোগ আনা হয়েছিল তা সঠিক।
গত শুক্রবার ছত্রপতি শম্ভাজীনগরে শিবসেনা শিন্ধে গোষ্ঠীর এক দলীয় কর্মসূচিতে ভূমরে বলেন, “বিধানসভা নির্বাচনের সময় আমি বাইরে থেকে প্রায় ২০ হাজার ভোটারের ব্যবস্থা করেছিলাম…। এই ভোটারদের জন্য আমার ১০০ শতাংশ লাভ হয়েছে।” দলীয় বিধায়কের এই মন্তব্যে দৃশ্যত অস্বস্তিতে পড়েন অনুষ্ঠানে উপস্থিত শিবসেনা নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে এবং ভূমরের বক্তব্যের মাঝেই তিনি তাঁকে থামিয়ে দেন এবং পুরো বিষয়টি স্পষ্ট করে বলতে বলেন।
এরপরেই বিলাস ভূমরে বলেন, শিন্ধে সাহেব আমাদের সব সময় ভোটার তালিকার দিকে নজর দিতে বলেন। আমিও ভোটার তালিকায় পর্যালোচনা করে দেখেছিলাম আমার কেন্দ্র থেকে ২০ হাজার ভোটার অন্য জায়গায় চলে গেছে। আমি ভোটের দিন এখান থেকে চলে যাওয়া সেই ২০ হাজার ভোটারকে ফিরিয়ে এনেছিলাম।
বিলাস ভূমরের এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে আসার পর কংগ্রেস নেত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, এটাই শিন্ধে সেনার ভোট চুরির প্রকাশ্য স্বীকারোক্তি। বিধায়ক বিলাস ভূমরে প্রকাশ্যে জানিয়েছেন তিনি তাঁর নির্বাচনী কেন্দ্রে বাইরে থেকে ২০ হাজার ভোটার এনেছিলেন এবং যারা তাঁকে ভোটে জিততে সাহায্য করেছিল। কিন্তু একনাথ শিন্ধেকে দেখে তিনি নিজেকে সামলে নেন এবং পরে জানান, তিনি ওখান থেকে চলে যাওয়া ভোটারদের ফিরিয়ে এনেছিলেন।
তিনি আরও বলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপির ভোট চুরির বিষয়টি সামনে এনেছেন এবং এখন মহারাষ্ট্রে সরকারের শরিক দলও তা স্বীকার করছে। বিহারে নির্বাচন কমিশন ভোটারদের স্থানান্তরকে যখন সবচেয়ে বড়ো বিষয় হিসেবে যুক্তি দিচ্ছে তখন তার সাথে এই ঘটনার তুলনা করে দেখা উচিত।
২০২৪ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পাইথান কেন্দ্রে শিবসেনা শিন্ধে প্রার্থী বিলাস ভূমরে পেয়েছিলেন ১,৩২,৪৭৪ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রার্থী দত্তাত্রেয় রাধাকৃষ্ণ গোরদে পেয়েছিলেন ১,০৩,২৮২ ভোট। ওই কেন্দ্রে ভূমরে জয়ী হন ২৯,১৯২ ভোটে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন