Asharam Bapu: অন্তর্বর্তী জামিন মঞ্জুর ধর্ষণে সাজাপ্রাপ্ত আশারাম বাপুর!

People's Reporter: মঙ্গলবার আশারাম বাপুর চিকিৎসার কারণে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়। গ্রেপ্তারের পর এই প্রথম অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আশারাম।
আশারাপ বাপু
আশারাপ বাপুছবি - সংগৃহীত
Published on

২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিত গডম্যান আশারাম বাপুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আসারাম বাপুর স্বাস্থ্যের দিকে নজর রেখে মানবিক কারণে জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত।

চিকিৎসার কারণে মঙ্গলবার আশারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়। গ্রেপ্তারের পর এই প্রথম অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আশারাম। আশারামের আইনজীবী দেবদত্ত কামাত তাঁর মক্কেলের চিকিৎসার প্রয়োজন আছে বলে উল্লেখ করে আদালতের সামনে সওয়াল করেন।

৮৬ বছর বয়সী আশারামের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের পর বিচারপতি এম.এম. সুন্দরেশ এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এই জামিন মঞ্জুর করে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনের বিরোধিতা করেন। তবে, আদালত মানবিক কারণেই জামিন মঞ্জুরের সিদ্ধান্ত নেয়।

পাশাপাশি আদালত নির্দেশ দেয়, মুক্তির পর তিনি প্রমাণ নষ্ট করার কোনওরকম চেষ্টা করবেন না। পাশাপাশি তার অনুগামীদের সাথেও দেখা করতে পারবেন না তিনি।

২০১৩ সালে আশারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। ২০১৮ সালে যোধপুরের একটি আদালত স্বঘোষিত এই গডম‍্যানকে দোষী সাব্যস্ত করে। আইপিসি, জুভেনাইল জাস্টিস অ‍্যাক্ট এবং পকসো আইনের একাধিক ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন। তবে এবার সাময়িক ভাবে জামিনে মুক্তি পেলেন।

আশারাপ বাপু
Delhi: আবগারি নীতিতে অনিয়মের জেরে ২,০২৬ কোটি ক্ষতি! দাবি CAG রিপোর্টে, বিধানসভা ভোটের আগে বিপাকে আপ
আশারাপ বাপু
Gauri Lankesh: সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্তেরও জামিন!
আশারাপ বাপু
Sambhal Masjid Row: সম্ভলের কুয়োয় পুজো বন্ধ থাকবে - উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in