Gauri Lankesh: সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্তেরও জামিন!

People's Reporter: তদন্তকারী সিট জানায়, দক্ষিণপন্থী সংগঠন সনাতন সংস্থার সদস্যরা গৌরী লঙ্কেশকে খুন করেছিল। তাঁকে হত্যা করার আগে পাঁচ বছর ধরে বেঙ্গালুরু, বেলগাঁও অঞ্চলে এর পরিকল্পনা করা হয়েছিলো।
গৌরী লঙ্কেশ
গৌরী লঙ্কেশ ফাইল ছবি দ্য নিউজ মিনিটের সৌজন্যে
Published on

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্তও জামিন পেল। বেঙ্গালুরুর এক আদালত ভাউসাহেব কালাসকরের জামিন মঞ্জুর করেছে।

গত ৮ জানুয়ারি বেঙ্গালুরুর নগর সেশনস আদালতের বিচারপতি মুরলীধর পাই বি অভিযুক্ত কালাসকরকে জামিন দেন। আদালতের পর্যবেক্ষণ, 'এই মামলার সাথে যুক্ত থাকা অন্য ধৃতদেরও জামিন হয়েছে। তার ভিত্তিতে আরেক অভিযুক্ত ভাউসাহেব কালাসকরের জামিন মঞ্জুর করা হল। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর থেকে তিনি হেফাজতে রয়েছেন। দেশের শীর্ষ আদালত একাধিকবার নির্দেশ দিয়েছে যে সংবিধানের ২১ অনুচ্ছেদ যেন লঙ্ঘন না হয় তার দায়িত্ব আদালতের। আমাদের মনে রাখতে হবে অভিযুক্ত ব্যক্তিরও কিন্তু মৌলিক অধিকার রয়েছে'।

যদিও সরকার পক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়। সরকারি আইনজীবী জানান, 'এই মুহূর্তে জামিন দেওয়া উচিত হবে না অভিযুক্তকে। সে একজন অপরাধী। অন্য একটি ফৌজদারি মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছে। জামিনে মুক্তি পেলে আরও অপরাধ করার সম্ভাবনা থাকবে।' কিন্তু বিচারপতি ধৃতের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, অন্ধবিশ্বাস বিরোধী আন্দোলনের অগ্রণী যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন কলসকর

গত বছরের জুলাই মাসে, কর্ণাটক হাইকোর্ট এই মামলার তিন অভিযুক্তকে জামিন দিয়েছিল। এক মাস পরে এই মামলায় আরও চার অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়। এছাড়া ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত মোহন নায়েককেও জামিন দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী এলাকায় নিজের বাড়ির সামনে তিন আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে যান বিশিষ্ট সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ। উগ্র হিন্দুত্ববাদ, সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা ছিল তাঁর। দক্ষিণপন্থী সংগঠন সনাতন সংস্থার সদস্যরা তাঁকে খুন করেছিল। তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাদের তদন্তের পর এই তথ্য প্রকাশ করে। সিট জানায়, গৌরী লঙ্কেশের হত্যাকান্ড একটি সংগঠিত অপরাধ এবং তাঁকে হত্যা করার আগে পাঁচ বছর ধরে বেঙ্গালুরু, বেলগাঁও অঞ্চলে এর পরিকল্পনা করা হয়েছিলো। ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যার মধ্যে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি ১ জন বিকাশ পাতিল পলাতক। তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এক এক করে ১৭ জনেরই জামিন মঞ্জুর হল।

গৌরী লঙ্কেশ
Gauri Lankesh: 'এটা সত্যি যে গৌরীকে ওরা হত্যা করেছে, কিন্তু এটাও সত্যি যে গৌরী লঙ্কেশ মৃত নয়'
গৌরী লঙ্কেশ
Sambhal Masjid Row: সম্ভলের কুয়োয় পুজো বন্ধ থাকবে - উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের
গৌরী লঙ্কেশ
MP: প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার কুমির - হতবাক আয়কর আধিকারিকরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in