
মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর অভিযান। উদ্ধার হয়েছে তিনটি কুমির। যা দেখে হতবাক আয়কর আধিকারিকরা। এছাড়াও উদ্ধার করা হয়েছে, কোটি কোটি নগদ টাকা, বিপুল পরিমাণ সোনা, বেশ কয়েকটি বিদেশী গাড়ি।
গত রবিবার থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়ি এবং প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশওয়ানির বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। প্রাক্তন বিধায়কের বিড়ির ব্যবসা। তাঁর ব্যবসায়িক সঙ্গী রাজেশ। তাঁদের দুজনের বিরুদ্ধে অভিযোগ, ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার দেওয়ার। অভিযোগ, প্রাক্তন বিধায়ক একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন।
সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের বাড়িতে হানা দেয় আয়কর আধিকারিক। জানা গেছে, বিধায়কের বাড়ি থেকে নগদ ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া কোটি কোটি টাকার গয়না এবং সম্পত্তির বহু নথি উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজেশের বাড়ি থেকে বেশ কয়েকটি বেনামি গাড়িও উদ্ধার করা হয়েছে।
এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বাড়ির আশেপাশেও তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় বাড়ির চত্বরে থাকা একটি পুকুর নজরে পড়ে। সেই পুকুরে তিনটি কুমিরকে দেখতে পান তাঁরা। কুমির কোথা থেকে এল, তা জানার চেষ্টা করতেই জানানো হয়, সেগুলো বিধায়কের নিজের। তারপরেই বন দপ্তরকে খবর দেন আধিকারিকরা। যদিও এই কুমিরগুলো শুধুই কি বিধায়কের শখের জন্য রাখা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
হরবংশ মধ্যপ্রদেশের সাগর জেলার বিজেপি বিধায়ক ছিলেন। ২০১৩ সালে নির্বাচিত হন তিনি। তাঁর বাবা হারনাম সিং রাঠোর ছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন