
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে ছ'টি আসনে লড়বে বামেরা। রাজধানীর ৭০ টির বিধানসভা কেন্দ্রের মতো ৬ টি আসনে প্রার্থী দেবে বাম দলগুলো। তার মধ্যে সিপিআইএম লড়বে দু’টি আসনে। বৃহস্পতিবার রাঁচি থেকে এমনই জানিয়েছেন দলের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট।
বৃহস্পতিবার থেকে রাঁচিতে শুরু হয়েছে সিপিআইএমের অষ্টম ঝাড়খণ্ড সাধারণ সম্মেলন। শনিবার শেষ হচ্ছে এই সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার রাঁচিতে ছিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট।
এদিন রাঁচি থেকে সিপিআইএম নেত্রী জানান, দিল্লি বিধানসভা নির্বাচনে ছ’টি আসনে প্রার্থী দেবে বাম দলগুলো। যার মধ্যে দু’টিতে লড়বে সিপিআইএম। এছাড়া বাকি আসনগুলোতে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী প্রার্থীদের সমর্থন করবে দল।
বৃন্দা জানান, ‘দিল্লি নির্বাচনের জন্য ইতিমধ্যেই বাকি দলগুলো প্রার্থী ঘোষণা করেছে। বামেরা ছ’টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সিপিআইএম দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাকি আসনগুলোতে শক্তিশালী প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে দল’।
সিপিআইএম নেত্রী আরও জানান, ‘এটা দিল্লির জনগণের উপর নির্ভর করছে যে তারা কাকে বেছে নেবে। আমি নিশ্চিত যে তারা বিজেপিকে পরাজিত করার কাজে মনোনিবেশ করবে। কারণ গত পাঁচ বছরে বিজেপি এমন কিছু করতে বাকি রাখেনি যাতে দিল্লির মানুষের অধিকার লঙ্ঘিত হয়নি’।
৫ ফেব্রুয়ারি বুধবার দিল্লি বিধানসভার ৭০ আসনের ভোটগ্রহণ। ভোটগণনা হবে - ৮ ফেব্রুয়ারি, শনিবার। এবার দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেস-আপ, ত্রিমুখী লড়াই হতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন