
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবার কথা দিল্লি বিধানসভা নির্বাচন। যদিও এখনও পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়নি। তবে তাতেও রাজনৈতিক উত্তাপে খামতি নেই। বরং প্রতিদিনই বিভিন্ন ঘটনায় রাজনৈতিক চাপান উতোর চলছে। আর যাতে জড়িয়ে পড়ছে ক্ষমতাসীন আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস।
রবিবার এমনই এক অভিযোগে সরগরম দিল্লির রাজনৈতিক মহল। আম আদমি পার্টি প্রধান, অরবিন্দ কেজরিওয়াল এবার সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকায় বড়োসড়ো কারচুপি করছে বিজেপি। কেজরিওয়াল জানিয়েছেন, গত কয়েকদিনে বড়ো সংখ্যায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও বাতিলের দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যেই এই বিষয়ে দিল্লির নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
কেজরিওয়ালের অভিযোগ, অসৎ পথে দিল্লির নির্বাচনে জয়লাভ করতে চাইছে বিজেপি। সেই কারণে তারা ভোটার তালিকায় ‘অপারেশন লোটাস’ শুরু করেছে। গত ১৫ দিন ধরে বিজেপির পক্ষ থেকে এই কাজ শুরু করা হয়েছে বলেও তাঁর অভিযোগ।
এদিন আম আদমি পার্টির প্রধান জানান, আমার নিউ দিল্লি কেন্দ্রে বিজেপির অপারেশান লোটাস চলছে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে। এই ১৫ দিনে তারা ৫০০০ ভোটারের নাম বাতিলের আবেদন জানিয়েছে এবং ৭৫০০ ভোটারের নাম অন্তর্ভুক্তির আবেদন করেছে। তাঁর অভিযোগ, এই কেন্দ্রে কমপক্ষে ১২ শতাংশ ভোটারের নামে কারচুপি করা হচ্ছে। উল্লেখ্য, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে এই নিউ দিল্লি কেন্দ্র থেকেই আপ প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, সামারি রিভিশনের পর এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ১,০৬,৮৭৩।
এদিন কেজরিওয়াল বলেন, নির্বাচনের নামে এখানে খেলা শুরু হয়েছে। এই ধরণের কারচুপি গণতন্ত্রের অবমাননার সমান। আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কড়া নজরদারির আবেদন জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিজেপি এই নির্বাচনে ইতিমধ্যেই হেরে গেছে। তবুও তারা অনৈতিকভাবে এই নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে। তারা তাদের মুখ্যমন্ত্রী কে হবে তাই বলতে পারছে না। কিন্তু আমি স্পষ্ট করে জানাচ্ছি কোনোরকম ছলচাতুরি করেই বিজেপি এই নির্বাচনে জয়ী হতে পারবে না।
কেজরিওয়াল নির্বাচন আধিকারিককে জানিয়েছেন, ৮১ জন ব্যক্তি ৪,৫২৯টি আবেদন জমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাতিলের আবেদন জানিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন