Maharashtra: 'বিজেপি সুরক্ষা আইন' - মহারাষ্ট্রে সদ্য পাস হওয়া জননিরাপত্তা বিলকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

People's Reporter: বিলের আওতায় উগ্র-বামপন্থী সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরেফাইল ছবি, সংগৃহীত
Published on

মহারাষ্ট্র সরকারের সদ্য পাস করা ‘মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল, ২০২৪’-কে (Maharashtra Special Public Security Bill) ‘বিজেপি সুরক্ষা আইন’ বলে কটাক্ষ করলেন শিবসেনা (উদ্ধব শিবির) প্রধান উদ্ধব ঠাকরে। এই বিল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত বলে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি বিলটি বিরোধী দল ও সাধারণ মানুষের বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

শুক্রবার রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধব ঠাকরে বলেন, "এই সরকার মনে করে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে, তারা সবাই দেশবিরোধী। এই বিলের মধ্য দিয়ে সরকারের দমনমূলক মানসিকতা স্পষ্ট হয়েছে।"

মহারাষ্ট্রের বিধানসভা ও বিধান পরিষদ - দুই কক্ষেই এই বিলটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হয়েছে। বিলের আওতায় উগ্র-বামপন্থী সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া এই ধরনের অপরাধকে অ-জামিনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে ঠাকরের অভিযোগ, এই বিলের খসড়ায় ‘নকশালবাদ’ বা ‘সন্ত্রাসবাদ’-এর কোনও উল্লেখ নেই। বরং এতে অস্পষ্ট ভাষায় ‘অবৈধ কার্যকলাপ’-এর উল্লেখ করা হয়েছে, যা যেকোনও সমালোচনাকে দমন করার হাতিয়ার হতে পারে।

তিনি বলেন, “সংবিধান সমতা, সামাজিক ন্যায় এবং অন্তর্ভুক্তির কথা বলে। কিন্তু এই বিল সেই নীতির পরিপন্থী। এর মাধ্যমে রাজনৈতিক বিরোধিতাকে অপরাধে পরিণত করার চেষ্টা চলছে।”

বিলের অস্বচ্ছ সংজ্ঞা নিয়ে উদ্বেগ জানিয়ে ঠাকরে বলেন, "এই ধরনের আইন আগে MISA ও TADA-র মতো আইনের মাধ্যমে এসেছে। আমরা আশঙ্কা করছি, আবার সেই দমননীতির পুনরাবৃত্তি হতে চলেছে।" উল্লেখ্য, উদ্ধব ঠাকরে রাজ্য পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, তবু বিল আলোচনায় তিনি অংশগ্রহণ করেননি।

এই বিলের তীব্র সমালোচনা করে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য অশোক ধাওয়ালে এক ভিডিও বার্তায় বলেন, "এই আইনের একমাত্র উদ্দেশ্য স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া। এই ধরণের আইন পাশ করে বিজেপি সরকার দেশে যেটুকু গণতান্ত্রিক পরিসর অবশিষ্ট রয়েছে, তাও ধ্বংস করতে চাইছে।"

উদ্ধব ঠাকরে
RS MP: বিজেপি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা থেকে মুম্বই হামলার আইনজীবী - এক নজরে রাষ্ট্রপতি মনোনীত ৪ সাংসদ
উদ্ধব ঠাকরে
'দেশে গরীবের সংখ্যা বাড়ছে, সম্পদ ধনীদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে' - উদ্বেগ কেন্দ্রীয় মন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in