* আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ দেশের অন্যান্য শ্রমিক সংগঠন।
* বিহারে ধর্মঘটের দিন শ্রমকোডের বিরোধিতা করে চাক্কা জ্যামে অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
* ওই দিনেই বিহার জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে।
কেন্দ্রের নতুন শ্রমকোডের বিরুদ্ধে রাস্তায় নামছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ৯ জুলাই তিনি শ্রমকোড এবং বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নির্দেশের বিরুদ্ধে পাটনায় চাক্কা জ্যাম কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ৯ জুলাই সিআইটিইউ, আইএনটিইউসি সহ দেশের অন্যান্য শ্রমিক সংগঠন শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
সোমবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব একথা সাংবাদিকদের জানিয়েছেন। ওই সাংবাদিক সম্মেলনে আরজেডি নেতা ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি রাজেশ কুমার, এআইসিসি-র বিহারের দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণ আল্লাভারু এবং বিভিন্ন বাম দলের নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাজেশ কুমার বলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পাটনায় বিরোধীদের বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন। এই বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, পাটনায় আমরা রাহুল গান্ধীর সঙ্গে থাকবো। কিন্তু ৯ জুলাই সারা রাজ্যে বিক্ষোভ হবে। আমরা ওইদিন শ্রমকোডের বিরুদ্ধে এবং বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে চাক্কা জ্যামে অংশ নেব।
এদিন তেজস্বী যাদব অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিহারে ক্ষমতাসীন বিজেপি তথা এনডিএ জোটকে সুবিধা করে দেবার জন্য এই নির্দেশ দিয়েছে।
অন্যদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন বর্ষীয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদবও। নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) করা এক পোষ্টে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের অভিযোগ, “দুই গুজরাটি মিলে বিহারের প্রায় ৮ কোটি বাসিন্দার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।”
ওই পোস্টেই তিনি আরও বলেন, “এই দুই গুজরাটি বিহার, সংবিধান ভারতীয় গণতন্ত্রের বিরোধী। জেগে উঠুন, আওয়াজ তুলুন এবং সংবিধান এবং ভারতীয় গণতন্ত্রকে বাঁচান।”
বর্ষীয়ান নেতার এই পোস্ট ইতিমধ্যেই বিহারের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। লালুপ্রসাদের মন্তব্য প্রসঙ্গে এক আরজেডি নেতা জানান, “লালুজীর অসুস্থতা তাঁকে নীরব থাকতে বাধ্য করছে। তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতেন, তাহলে তিনি এই সুযোগ হাতছাড়া করতেন না, রাস্তায় নেমে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন।”
Keywords: Rahul Gandhi, Bihar protest, Labour Code, Chakka Jam, Patna strike, July 9 protest, General Strike
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন