Bihar Polls: কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ - ১০ জুলাই SIR সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট

People's Reporter: নির্বাচন কমিশনের নির্দেশিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এডিআর, আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদব, পিইউসিএল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রমুখ।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি, তেলেগু বুলেটিন ডট কম থেকে সংগৃহীত
Published on
Summary

* ভোটার তালিকা সংক্রান্ত কমিশনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে এডিআর।

* এডিআর ছাড়াও আরজেডি, যোগেন্দ্র যাদব, মনোজ ঝা, মহুয়া মৈত্র পিটিশন দাখিল করেছেন।

* গত ২৪ জুলাই বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার নির্দেশিকা জারি করে।

বিহারে বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকার নিবিড় সংস্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) ও অন্যান্যদের দাখিল করা বেশ কয়েকটি রিট পিটিশন শুনতে সম্মত হল শীর্ষ আদালত। আগামী ১০ জুলাই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানির সময় দেওয়া হয়েছে। গত ২৪ জুন বিহারের ‘ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision of Electoral Rolls) সংক্রান্ত নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন (Election Commission of India)।

সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে দায়ের করা এক জনস্বার্থ মামলার (PIL) আবেদনে, নির্বাচন কমিশনের ২৪ জুনের নির্দেশিকা বাতিল করার দাবি জানিয়েছে এডিআর। কমিশনের নির্দেশিকা অনুয়ারে বিহারের ভোটারদের এক বড়ো অংশকে ভোটার তালিকায় থাকার জন্য নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হবে। গত ৫ জুলাই শীর্ষ আদালতের কাছে করা আবেদনে এডিআর জানিয়েছে, এই পদক্ষেপ সংবিধানের ১৪, ১৯, ২১, ৩২৫ এবং ৩২৬ ধারা লঙ্ঘন করে এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার ২১ক ধারার বিধান লঙ্ঘন করে।

সোমবার আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে বিচারপতি সুধাংশু ধূলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি পেশ করেন। এর পরেই বিচারপতিদ্বয়ের বেঞ্চ আগামী বৃহস্পতিবার ১০ জুলাই আদালত বিষয়টি শুনতে রাজি হয়।

এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এডিআর, আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদব, পিইউসিএল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রমুখ। এঁরা প্রত্যেকেই গত ২৪ জুন কমিশনের আনা নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী এই ‘ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন’?

গত জুন মাসের ২৪ তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের নির্দেশ জারি করা হয়। যার ভিত্তি বছর হিসেবে ঠিক করা হয়েছে ২০০৩ সালকে। কমিশনের নির্দেশিকা অনুসারে, রাজ্যের ৭.৮ কোটি ভোটারকে বিশেষ ফর্ম পূরণ করতে হবে। ২০০৩ সালের তালিকায় যাদের নাম ছিল, সেই ৪.৯৬ কোটি ভোটারকে কোনও অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে না। কিন্তু ২০০৩-পরবর্তী সময়ে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ - ২.৯৩ কোটি মানুষকে তাদের নিজের এবং তাদের পিতামাতার জন্ম তারিখ এবং/অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে।

কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এডিআর জানায়, ২৪শে জুনের নির্দেশিকা “ভোটার তালিকায় থাকার দায়িত্ব রাজ্যের উপর থেকে নাগরিকদের উপর চাপিয়ে দিয়েছে। এই বিশেষ পুনর্মূল্যায়নে আধার বা রেশন কার্ডের মতো সনাক্তকরণ নথি বাদ দেওয়া হয়েছে, যা প্রান্তিক মানুষ এবং গরিব মানুষদের ভোটদান প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে।”

কমিশনের এই নির্দেশিকা প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকাঅর্জুন খাড়গে জানিয়েহেন, বিহারের ভোটাররা গণতন্ত্র এবং সংবিধানের উপর আক্রমণের জন্য গেরুয়া দলকে উপযুক্ত শিক্ষা দেবেন। তিনি আরও বলেন, এই পদক্ষেপের ফলে প্রায় আট কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসাবে ইন্ডিয়া মঞ্চ রাজ্যে রাজ্যে এই বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের নির্দেশিকার বিরোধিতা করে আরজেডি-র রাজ্যসভা সাংসদ মনোজ ঝা বলেন, রাজনৈতিক দলগুলির সাথে কোনও পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্ত অনুসারে, ভোটার তালিকায় আক্রমণাত্মক এবং অস্বচ্ছ সংশোধনকে ন্যায্যতা দেওয়ার জন্য মুসলিম, দলিত এবং দরিদ্র অভিবাসী সম্প্রদায়কে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করে ব্যবহার করা হচ্ছে। মনে রাখতে হবে, এই ভাবনার কোনোটাই অপরিকল্পিত ভাবনা নয় বরং পরিকল্পিতভাবে এঁদের ভোটার তালিকা থেকে বাদ দেবার প্রয়াস।

Keywords: Bihar Elections 2025, Supreme Court hearing, Election Commission directive, SIR case, July 10 court hearing, EC order challenge

সুপ্রিম কোর্ট
Bihar Polls: বিহারে ভোটার তালিকা পুনর্মূল্যায়নের নির্দেশকে চ্যালেঞ্জ - সুপ্রিম কোর্টের দ্বারস্থ ADR
সুপ্রিম কোর্ট
Voter List: ভোটার তালিকায় নাম তুলতে জন্মস্থানের নথি প্রয়োজন! কমিশনের নতুন নিয়ম নিয়ে প্রশ্ন বিরোধীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in