UP: বেসরকারীকরণের বিরোধিতা করে ৯ জুলাই ধর্মঘটে শামিল হবে উত্তরপ্রদেশের ২৭ লক্ষ বিদ্যুৎকর্মী - AIPEF

People's Reporter: সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে পূর্ণ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদেই সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটে অংশ নেবার কথা জানানো হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি এআইপিইএফ-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on
Summary

* আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে CITU সহ দেশের একাধিক শ্রমিক সংগঠন।

* শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

* এই ধর্মঘটে শামিল হবে উত্তরপ্রদেশের ২৭ লক্ষ বিদ্যুৎকর্মী, জানালো বিদ্যুৎকর্মী ইউনিয়ন।

আগামী ৯ জুলাই দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে দেশব্যাপী ধর্মঘটে শামিল হবে উত্তরপ্রদেশের বিদ্যুৎ ক্ষেত্রের প্রায় ২৭ লক্ষ কর্মচারী। উত্তরপ্রদেশ সহ দেশের বিদ্যুৎ কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশন (AIPEF)-এর পক্ষ থেকে বুধবার একথা জানানো হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে পূর্ণ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদেই সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটে অংশ নেবার কথা জানানো হয়েছে।

বুধবার এআইপিইএফ-এর চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে এক বিবৃতিতে জানান, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যের পূর্বাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড (PVVNL) এবং দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডকে (DVVNL) বেসরকারী হাতে তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই সংস্থা উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৪২টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করে। এর বিরুদ্ধে বিদ্যুৎকর্মীদের আন্দোলন মঞ্চ ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অফ ইলেক্ট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (NCCOEEE), বিদ্যুৎ ক্ষেত্রের সমস্ত কর্মী, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়াররা দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছেন।  

তিনি আরও জানান, আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের দিন উত্তরপ্রদেশ জুড়ে ২৭ লক্ষ বিদ্যুৎ কর্মী ধর্মঘটে শামিল হবেন এবং বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। বিদ্যুৎ ক্ষেত্রে কর্মচারীদের ধর্মঘটের দরুণ ওইদিন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলেও তিনি আগাম জানিয়েছেন।

AIPEF অবিলম্বে বেসরকারীকরণের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং বিদ্যুৎ খাতে ব্যাপক কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নের আগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলিকে কর্মচারী এবং ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করার আহ্বান জানিয়েছে।

শৈলেন্দ্র দুবের অভিযোগ, উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন এবং কিছু উচ্চপদস্থ আধিকারিক একজোট হয়ে কিছু বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। এঁরা সবাই মিলে ডিসকম-এর (DISCOM) কাছে থাকা লক্ষ কোটি টাকার সম্পদ ওই বেসরকারি সংস্থাগুলোর হাতে নামমাত্র মূল্যে তুলে দিতে চাইছে। যা ঘটলে দেশের কৃষক এবং সাধারণ গরীব মানুষ চরম সমস্যায় পড়বে।

শৈলেন্দ্র দুবে জানিয়েছেন, জুলাই ধর্মঘটের দিন লখনৌ, হিসার, কোটা, জয়পুর, পাটিয়ালা, দেরাদুন, শিমলা, জম্মু, শ্রীনগর, রাঁচি, পাটনা, ভুবনেশ্বর, কলকাতা, শিলং, গুয়াহাটি, রাজকোট, ভাদোদরা, জব্বলপুর, ভোপাল, রায়পুর, নাগপুর, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, বিজওয়াদা, থিরুবনন্তপুরম, হায়দারাবাদ প্রভৃতি জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

Keywords: Uttar Pradesh power strike, AIPEF protest, electricity employees strike, July 9 power workers protest, UP electricity privatisation protest.

ছবি প্রতীকী
UP: ব্রাহ্মণ না হওয়ার শাস্তি! যোগীরাজ্যে কথাবাচকের মাথা কামিয়ে মারধরের অভিযোগ উচ্চবর্ণের বিরুদ্ধে
ছবি প্রতীকী
UP: জামিন মঞ্জুরের ২ মাস পর জেলমুক্তি! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে যোগী প্রশাসন, ৫ লাখ টাকা জরিমানা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in