রাশিয়ার বিজয় দিবস উদযাপনে যাচ্ছেন না নরেন্দ্র মোদী! পহেলগাঁও হামলার জেরেই কি এই সিদ্ধান্ত?

People's Reporter: ৯ মে অনুষ্ঠিত হবে রাশিয়ার বিজয় দিবস উদযাপন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা উপস্থিত থাকবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এরও উপস্থিত থাকার কথা।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীছবি - নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ
Published on

রাশিয়ার বিজয় দিবস উদযাপনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। পহেলগাঁও হামলার পর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

৯ মে অনুষ্ঠিত হবে রাশিয়ার বিজয় দিবস উদযাপন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা উপস্থিত থাকবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এরও উপস্থিত থাকার কথা। তবে বুধবার রাশিয়ার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর না থাকার বিষয়টি জানানো হয়েছে। রুশ সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবারের বিজয় দিবস কুচকাওয়াজে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন।

যদিও রুশ কর্মকর্তারা প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি, তবে নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। এই ঘটনার সময় প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবে সরকারি সফরে ছিলেন। সেই সফর বাতিল করে দ্রুত দেশে ফেরেন।

এই মাসের শুরুতে ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী মোদীকে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, অংশগ্রহণের বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।

নরেন্দ্র মোদী
Andhra Pradesh: মন্দিরের দেওয়াল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে! মৃত অন্তত ৮, ক্ষতিপূরণ ঘোষণা মোদীর
নরেন্দ্র মোদী
'দম থাকলে সন্ত্রাসবাদীদের মাথা নিয়ে আসুন' - FIR-র পরেও পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণ নেহার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in