
পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করায় ভোজপুরী লোকশিল্পী নেহা সিং রাঠোরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হল। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আর্জি জানান অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি। এরপরেও নিজের মন্তব্যে অনড় থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন ওই লোকশিল্পী।
নেহা সিং রাঠোরের বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়। অভয় প্রতাপ সিং-র অভিযোগ, সমাজমাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন ওই শিল্পী। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর অধীনে বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচার, জনসাধারণের শান্তি বিঘ্নিত করা এবং ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বিপন্ন করার অভিযোগও রয়েছে।
এফআইআরের পরেও মোদী সরকারকে আক্রমণ করতে থামেননি নেহা। এক্স মাধ্যমে বলেন, "পহেলগাওঁ হামলার পর সরকার এখনও পর্যন্ত কী করেছে? আমার বিরুদ্ধে এফআইআর! সরকার আমার উপর এফআইআর করে আসল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "আরে দম থাকলে সন্ত্রাসবাদীদের মাথা নিয়ে আসুন। আপনাদের ব্যর্থতা আমার উপর দেওয়ার কোনও প্রয়োজন নেই। গণতন্ত্রে যেমন একটা একটা ভোট জরুরী ঠিক তেমনই এক একটা প্রশ্নও গুরুত্বপূর্ণ। আর সরকারের সমস্ত অসুবিধা আমার প্রশ্ন নিয়েই। তাই তারা আমাকে প্রশ্ন করা থেকেই আটতে চাইছে।"
পাশাপাশি এই শিল্পী সরকারকে প্রশ্ন করেন, "এখনও পর্যন্ত কতজন সন্ত্রাসবাদীর মাথা আনতে পারলেন? দেশের মানুষ কি আপনাদের পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য নির্বাচিত করেছিল? এর কোনও জবাব আছে? কিছুই নেই। শুধু প্রতিটি প্রশ্নের বদলে নোটিশ পাঠানো, এফআইআর করানো, চাকরি কেড়ে নেওয়া, অপমানিত করা এইসবই করে যাচ্ছেন। এটা কি অপরাধ নয়? দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, এই জন্যই কি আপনারা ভোট দিয়েছিলেন?"
তিনি এও বলেন, "প্রশ্ন করলেই আপনাকে দেশদ্রোহী বলা হচ্ছে! বিজেপিই দেশ নয়, নরেন্দ্র মোদীও ভগবান নন। আমার প্রশ্নে যদি এত আপত্তি থাকে তাহলে ক্ষমতা ছেড়ে বিরোধী হয়ে যান তাহলে আর প্রশ্ন করব না।"
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর এক ভিডিওতে নেহা দাবি করেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও হামলাকে বিহারের ভোটে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন। ঠিক যেমন ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় করা হয়েছিল।" এই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ভোজপুরি লোকসংগীতে জনপ্রিয় নেহা সিং রাঠোর ১৯৯৭ সালে বিহারের জানদাহে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগেও একাধিকবার কেন্দ্র সরকার এবং বিজেপির সমালোচনা করেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন