কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের বাসভবন, দফতরে বোমা হামলার হুমকি! এই নিয়ে তিনদিন মেল তিরুঅনন্তপুরুমে

People's Reporter: পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, দফতর, সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নফাইল ছবি সংগৃহীত
Published on

এবার বোমা হামলা করে উড়িয়ে দেওয়ার হুমকি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন এবং তাঁর দফতর। এনিয়ে পরপর তিনদিন বোমা হুমকি এসেছে কেরালায়। সোমবার সকালে ইমেল মারফত এই হুমকি দেওয়া হয়। এরপরেই তিরুঅনন্তপুরুম জুড়ে তল্লাশি শুরু করে কেরালা পুলিশ। বোমা তল্লাশিতে নামানো হয়েছে বোম্ব স্কোয়াডও।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, দফতর, সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। দাবি করা হয়, সালফার এবং আরডিএক্স-ভিত্তিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসানো হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। হুমকিদাতা নিজেকে আব্দুল অনুলাপ্পাদোস বলে পরিচয় দেন।

হুমকি আসার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবন, অফিস-সহ গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সূত্রের খবর, বোম স্বোয়াড দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। ডগ স্বোয়াড কাজে লাগিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে কিছুই পাওয়া যায়নি। পুরো ঘটনাটাই ভুয়ো বলে মনে করা হচ্ছে।

এর আগে শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেলে বোমা রাখা হয়েছে বলে ইমেল মারফত হুমকি দেওয়া হয়। এরপর রবিবার তিরুঅনন্তপুরমের বিমানবন্দর কর্তৃপক্ষকে ইমেল করে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। বিমানবন্দরের ম্যানেজারের সরকারি মেল আইডিতে হুমকির ইমেল পাঠানো হয়। সেই ইমেল পাওয়ার পরেই তল্লাশি শুরু হয়। যদিও কিছুই সন্দেহজনক মেলেনি।

এর আগে গত সপ্তাহে কেরালার হাইকোর্ট, তিরুঅনন্তপুরমের জেলাশাসক দফতরে একই ভাবে বোমা-হুমকির 'ভুয়ো' মেল পাঠানো হয়। আর এবার পরপর তিন দিন শহরে বোমাতঙ্ক। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই মেলগুলো আসছে, না এর পিছনে বড় কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
JNUSU: জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে বামেদের প্রাধান্য অব্যাহত, যুগ্ম সম্পাদক পদে ইতিহাস গড়ল ABVP
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
PIB Fact Check: সেনাবাহিনীর আধুনিকীকরণের নামে অনুদান চেয়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ - সতর্ক করল পিআইবি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in